Advertisement

Best Bother- Sister -Zodiac Signs: ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, বলে দেয় রাশিচক্র! ভাইফোঁটার আগে জেনে নিন

Zodiac Signs: ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। এবছর ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে ৩ নভেম্বর, রবিবার। রাশিচক্র অনুযায়ী জানুন, ভাই-বোন- দাদা- দিদির সঙ্গে আপনার সম্পর্ক কেমন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2024,
  • अपडेटेड 7:12 PM IST

বাঙালির বারো মাসে তের পার্বণ। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ। তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাইফোঁটা। এদিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন। 

ভাইফোঁটা ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। এবছর ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে ৩ নভেম্বর, রবিবার। রাশিচক্র অনুযায়ী জানুন, ভাই-বোন- দাদা- দিদির সঙ্গে আপনার সম্পর্ক কেমন। 

মেষ/ARIES (March 21-April 20)
 
মেষ রাশির জাতক জাতিকাদের ভাই-বোনের সঙ্গে ভাল সম্পর্ক থাকে। তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও হয়। সম্পর্ক উন্নত করতে বুধবার কোনও সবুজ জিনিস দান করুন।


বৃষ / TAURUS (April 21 – May 20)

ভাই-বোনের সঙ্গে এই রাশির সম্পর্ক ভাল। কিন্তু তাদের স্বভাব এবং একগুঁয়েমি, অনেক সময় সম্পর্ক নষ্ট করে। সম্পর্কের উন্নতির জন্য সোমবার সাদা পনির দান করুন।


মিথুন/ GEMINI (May 21-June 21) 

ভাইবোনের সঙ্গে সম্পর্ক সাধারণত ভাল হয় না। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক প্রায় শেষ হয়ে যায়। সম্পর্কের উন্নতির জন্য রবিবার গুড় দান করুন।


কর্কট/ CANCER (June 22-July 22)

ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভাল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে। সম্পর্কের উন্নতির জন্য বুধবার গণেশকে লাড্ডু অর্পণ করুন।


সিংহ/ LEO (July 23-Aug 23) 

শেষ মুহূর্ত পর্যন্ত ভাই-বোনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে সিংহ। তবে কারও সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে শুক্রবার সাদা মিষ্টি দান করা। সম্পর্কের উন্নতি হবে।

Advertisement


কন্যা/ VIRGO (Aug 24-Sep 23)  

তারা প্রায়ই ভাইবোনদের কাছ থেকে ঝামেলা পায়। সম্পর্কের মধ্যে অনেক তিক্ততা ও দূরত্ব রয়েছে। মঙ্গলবার মিষ্টি জিনিস দান করলে উপকার হবে।


তুলা/ LIBRA (Sep 24-Oct 23) 

ভাই- বোনের সঙ্গে সম্পর্ক শুরুতে ভাল থাকে। কিন্তু পরবর্তীতে সম্পর্কের মধ্যে স্বার্থপরতা আসতে শুরু করে। সম্পর্কের উন্নতির জন্য বৃহস্পতিবার কলা দান করুন।


বৃশ্চিক/ SCORPIO (Oct 24-Nov 22) 

বৃশ্চিক রাশির ভাই -বোনেদের মধ্যে অনেক ভালোবাসা ও সুসম্পর্ক থাকে। তবে প্রায়ই তাদের থেকে দূরত্ব সহ্য করতে হয়। প্রতি শনিবার কালো জিনিস দান করলে উপকার পাওয়া যায়।


ধনু/ SAGITTARIUS (Nov 23-Dec 21) 

ধনু রাশির ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুবই মজবুত হয়। তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। প্রতি শনিবার অশত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।


মকর/ CAPRICORN (Dec 22-Jan 21)

ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। অনেক সময় ভাইবোনকেও অনেক দায়িত্ব বহন করতে হয়। প্রতি বৃহস্পতিবার কলা দান করলে সম্পর্ক উন্নত হয়।


কুম্ভ/ AQUARIUS (Jan 22-Feb 19) 

ভাইবোনের সঙ্গে সম্পর্ক শুরুতে ভাল থাকে। পরবর্তীতে সেই সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়। প্রতি মঙ্গলবার লাল ফল দান করলে উপকার পাওয়া যায়।


মীন/ PISCES (Feb 20-March 20) 

মীন রাশির জাতক- জাতিকাদের ভাইবোনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে। প্রতি শুক্রবার সাদা মিষ্টি দান করলে উপকার মিলবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement