হিন্দু ধর্ম দসেরা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেই একই সময়ে বাঙালিরা পালন করেন বিজয়া দশমী। পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে দসেরা বা বিজয়া দশমী পালিত হয়। এ বছর ২ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে দশমী। সেদিন পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে রাবণ বধ করা হয়। বঙ্গে আবার সিঁদুর খেলে দেবী বরণ করে হয় দুর্গার বিসর্জন। মূলত দুষ্টের দমন আর শিষ্টের পালন করা হয় এই দিনটিতে।
দসেরা বা বিজয়া দশমীর দিনটি কেবলমাত্র ধার্মিক দিক থেকেই নয়, জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব অনেক। অত্যন্ত শুভ মনে করা হয় এই দিনটি। যখন গ্রহ এবং নক্ষত্রের সংযোগ পর্ব তৈরি হয়, তখনই তার সরাসরি প্রভাব পড়ে রাশির উপর। জ্যোতিষীরা মনে করছেন, এ বছর দসেরা বা দশমী অত্যন্ত শুভ। কারণ সেদিবন রবি যোগ, সুকর্ম যোগ এবং ধৃতি যোগ তৈরি হতে চলেছে। একইসঙ্গে একাদশী অর্থাৎ ৩ অক্টোবর বুধ ও মঙ্গলের সংযুক্তি ঘটবে। এই দুর্লভ সংযোগগুলির সরাসরি প্রভাবে কোন কোন রাশির জীবনে পড়বে?
মেষ: বিজয়া দশমী মেশ রাশির জাতকদের জন্য খুশির মুহূর্ত বহন করে আনবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি ঘটবে। দীর্ঘসময়ে আটকে থাকা কাজ পূরণ হবে। পরিশ্রম সাফল্য এনে দেবে। পরিবারের অনেকগুলি সুখবর আসবে। সামাজিক ভাবে পরিচয় ও সম্মানও বাড়বে।
কর্কট: কর্কট রাশির জাতকদের জন্য দসেরা বা দশমী আত্মবিশ্বাস এবং সাফল্য বহন করে নিয়ে আসবে। কেরিয়ারে উন্নতি হবে এবং অফিসের বস কাজে প্রসন্ন হবে। সামাজিক ভাবে মান-সম্মান বাড়বে। যে ব্যক্তিরা প্রোমোশন কিংবা চাকরি বদলের চেষ্টা করছেন, তাদের জন্যও এই সময়টা শুভ।
ধনু: ধনু রাশির জাতকদের জন্য নতুন নতুন দিশা উন্মোচিত হবে। কেরিয়ারে উন্নতি হবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এই সময়ে আত্মবিশ্বাস আর পরিশ্রম নিশ্চয়ই ফলপ্রসূ হবে। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। চাকরি ক্ষেত্রেও নতুন দায়িত্ব পাবেন। পরিবারে আনন্দ বজায় থাকবে। সম্পর্ক আরও দৃঢ় হবে।