Advertisement

Brihaspati Lucky Zodiacs: বৃহস্পতি তুঙ্গে! জানুয়ারির শেষ ১০ দিনে মালামাল ৪ রাশি

জানুয়ারির শেষ দশ দিন ঘিরে জ্যোতিষ মহলে বাড়তি চর্চা। কারণ, এই সময় বৃহস্পতি তুঙ্গ অবস্থানে। আর তাতেই ভাগ্যচক্র ঘুরে যেতে পারে চার রাশির। জ্যোতিষ মতে, বৃহস্পতি জ্ঞান, ধর্ম, অর্থ, সম্প্রসারণ এবং শুভফলের কারক গ্রহ।

জ্যোতিষ মতে, বৃহস্পতি জ্ঞান, ধর্ম, অর্থ, সম্প্রসারণ এবং শুভফলের কারক গ্রহ।জ্যোতিষ মতে, বৃহস্পতি জ্ঞান, ধর্ম, অর্থ, সম্প্রসারণ এবং শুভফলের কারক গ্রহ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 9:25 PM IST
  • জানুয়ারির শেষ দশ দিন ঘিরে জ্যোতিষ মহলে বাড়তি চর্চা।
  • এই সময় বৃহস্পতি তুঙ্গ অবস্থানে।
  • জ্যোতিষ মতে, বৃহস্পতি জ্ঞান, ধর্ম, অর্থ, সম্প্রসারণ এবং শুভফলের কারক গ্রহ।

Jupiter effect January: জানুয়ারির শেষ দশ দিন ঘিরে জ্যোতিষ মহলে বাড়তি চর্চা। কারণ, এই সময় বৃহস্পতি তুঙ্গ অবস্থানে। আর তাতেই ভাগ্যচক্র ঘুরে যেতে পারে চার রাশির। জ্যোতিষ মতে, বৃহস্পতি জ্ঞান, ধর্ম, অর্থ, সম্প্রসারণ এবং শুভফলের কারক গ্রহ। সেই বৃহস্পতিই যখন তুঙ্গে থাকে, তখন তার প্রভাব স্বাভাবিক ভাবেই আরও তীব্র হয়। ফলত জীবনের একাধিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয় বলে মনে করছেন জ্যোতিষীরা। জানুয়ারির শেষ দশ দিনে বৃহস্পতির এই তুঙ্গ অবস্থান চার রাশির জাতক-জাতিকাদের জন্য কার্যত ‘রাজযোগ’-এর মতো ফল দিতে পারে।

মিথুন: কেরিয়ার থেকে আর্থিক দিক, সামাজিক সম্মান থেকে ব্যক্তিগত জীবনের স্থিতি; একাধিক ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকার কারণে মানসিক চাপে ছিলেন, তাঁদের ক্ষেত্রে এই সময়টা স্বস্তির হতে পারে।

বৃশ্চিক: জ্যোতিষ মতে, বৃহস্পতি তুঙ্গে থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে। ফলে কাজের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করার সুযোগ আসে। জানুয়ারির শেষের দিকে এই প্রবণতা চার রাশির ক্ষেত্রে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, গুরুত্বপূর্ণ প্রস্তাব বা দায়িত্ব বাড়ার সম্ভাবনার কথাও বলছেন বিশেষজ্ঞরা। ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ বা নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে।

সিংহ: সামাজিক সম্মান এবং প্রভাবও বাড়তে পারে এই সময়। বৃহস্পতি ধর্ম ও নৈতিকতার প্রতীক। তাই তুঙ্গ অবস্থানে থাকাকালীন সমাজে গ্রহণযোগ্যতা, সম্মান এবং বিশ্বাসযোগ্যতা বাড়ে বলে মনে করা হয়। চার রাশির জাতক-জাতিকারা এই সময়ে নিজের কাজের স্বীকৃতি পেতে পারেন। পরিবারে মতামতের গুরুত্ব বাড়তে পারে। সিদ্ধান্তে অন্যদের সমর্থন মিলতে পারে।

মীন: ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব পড়ার ইঙ্গিত রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কাটতে পারে। মানসিক স্থিরতা বাড়বে। দীর্ঘদিনের দুশ্চিন্তা বা অনিশ্চয়তা থেকে মুক্তি মিলতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। ফলে সামগ্রিক ভাবে জানুয়ারির শেষ দশ দিন চার রাশির জন্য বেশ অনুকূল সময় হিসেবেই দেখা হচ্ছে।

Advertisement

তবে জ্যোতিষবিদদের মতে, এই শুভ সময়ের সদ্ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। সংযম ও বিচক্ষণতার সঙ্গে এগোলে বৃহস্পতির তুঙ্গ অবস্থান জীবনে নতুন দিশা খুলে দিতে পারে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই প্রতিবেদন জ্যোতিষ ও লোকবিশ্বাসভিত্তিক। এগুলি কোনও ভাবেই নিশ্চিত ভবিষ্যদ্বাণী বা সম্পাদকীয় সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement