Advertisement

Budh Asta 2023 Unlucky Zodiac Signs : সোমবারই অস্ত যাচ্ছে বুধ, খুব সাবধানে পা ফেলুন ৩ রাশির মানুষ

বুধ বর্তমানে ধনু রাশিতে (Dhanu Rashi) বসে রয়েছে। আগামিকাল ২ জানুয়ারি এই রাশিতেই অস্তমিত হতে চলেছে বুধ (Budh Asta 2023)। ফলে এর নেতিবাচক প্রভাব পেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যে ব্যক্তিদের কুণ্ডলীতে বুধ অশুভ অবস্থানে থাকে, তাঁদের জীবনে অনেক বাধা বিপত্তি ও সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে, চলুন তাহলে জেনে নেওয়া যাক বুধের অস্ত (Mercury Set 2023 In Dhanu Rashi) যাওযার ফলে কোন কোন রাশি জীবনে পড়তে চলেছে অশুভ প্রভাব।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Jan 2023,
  • अपडेटेड 5:28 PM IST
  • অস্ত যাচ্ছে বুধ
  • সোমবারই হবে অস্তমিত
  • জেনে নিন রাশিচক্রে কেমন প্রভাব

বুধ গ্রহ প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুধকে বুদ্ধিমত্তার ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। যে জাতক বা জাতিকার রাশিচক্রে বুধের খুব ভাল অবস্থান তাঁরা জীবনে ভাল সিদ্ধান্ত নেন এবং সঠিকভাবে কাজ করেন। যে ব্যক্তির বুধ শুভ, তিনি তাঁর কর্ম দ্বারা সকলের দৃষ্টি আকর্ষণ করে। বুধ বর্তমানে ধনু রাশিতে (Dhanu Rashi) বসে রয়েছে। আগামিকাল ২ জানুয়ারি এই রাশিতেই অস্তমিত হতে চলেছে বুধ (Budh Asta 2023)। ফলে এর নেতিবাচক প্রভাব পেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যে ব্যক্তিদের কুণ্ডলীতে বুধ অশুভ অবস্থানে থাকে, তাঁদের জীবনে অনেক বাধা বিপত্তি ও সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে, চলুন তাহলে জেনে নেওয়া যাক বুধের অস্ত (Mercury Set 2023 In Dhanu Rashi) যাওযার ফলে কোন কোন রাশি জীবনে পড়তে চলেছে অশুভ প্রভাব।

কন্যা রাশি  (Virgo)
বুধ এই রাশির জাতক জাতিকাদের কুণ্ডলীতে চতুর্থ ঘরে অস্তমিত হবে। এই পরিস্থিতিতে এই রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারণ মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেই সঙ্গে চাকরিজীবীদেরও সমস্যায় পড়তে হতে পারে।

ধনু রাশি (Sagittarius)
এই রাশিতেই অস্তমিত হবে বুধ। আর বুধ গ্রহ অস্ত যাওয়ার কারণে ধনু রাশির জাতক জাতিকাদের সমস্যায় পড়তে হতে পারে। অর্থহানির কারণে তাঁরা আর্থিক সংকটেও পড়তে পারেন। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন, অবনতির সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনও বিনিয়োগ করার আগে ভালভাবে চিন্তা করুন।

আরও পড়ুন

তুলা রাশি (Libra)
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, তুলা রাশির জাতক জাতিকাদের কুণ্ডলীতে বুধ তৃতীয় ঘরে অস্তমিত হবে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিশেষ করে যাঁরা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের বিশেষ যত্ন নিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গেও মতবিরোধ হতে পারে। তাই মাথা ঠান্ডা রাকুর চেষ্টা করুন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement