Advertisement

Budh Bakri 2026: ফ্রেব্রুয়ারিতে এই ৫ রাশির হাতে আসবে অঢেল টাকা, বক্রী হবে বুধ

২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বুধ বক্রী হবে। এই অবস্থায় গ্রহটি থাকবে ২১ মার্চ পর্যন্ত। আর এই সময়টা অনেকেরই ভাল কাটবে। বিশেষত, ৫ রাশির জীবন থেকে আর্থিক কষ্ট হয়ে যাবে দূর। মিলবে অনেক টাকা। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বুধ বক্রী ২০২৬বুধ বক্রী ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 9:15 AM IST
  • ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বুধ বক্রী হবে
  • এই অবস্থায় গ্রহটি থাকবে ২১ মার্চ পর্যন্ত
  • ৫ রাশির জীবন থেকে আর্থিক কষ্ট হয়ে যাবে দূর

জ্যোতিষ মতে বুধ হল জ্ঞান, বুদ্ধি এবং বিচারের প্রতীক। আর এই গ্রহ যখন উল্টো চাল নেয়, তখন মানুষ পুরনো সিদ্ধান্ত সম্পর্কে আবার ভাবতে শুরু করেন। 

মাথায় রাখতে হবে, উল্টো চাল বা বক্রী অবস্থায় বুধের প্রভাব কমে না। বরং এই সময় তার শক্তি বৃদ্ধি পায়। আর ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বুধ বক্রী হবে। এই অবস্থায় গ্রহটি থাকবে ২১ মার্চ পর্যন্ত। আর এই সময়টা অনেকেরই ভাল কাটবে। বিশেষত, ৫ রাশির জীবন থেকে আর্থিক কষ্ট হয়ে যাবে দূর। মিলবে অনেক টাকা। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বৃষ রাশি
বুধের এই দশায় ভাল সময় কাটবে বৃষ রাশির জাতকদের। আপনাদের জীবনে উন্নতি হবে নিশ্চিত। পাশাপাশি পুরনো ব্যবসায় লাভ মিলবে। আয়ের নতুন রাস্তাও খুলে যেতে পারে। 

অনেক দিন ধরে যাঁরা টাকা নিয়ে চিন্তা করছেন, তাঁরা রেহাই পাবেন। এই সময় পারিবারিক দিক থেকেও সমস্যার হবে অবসান। আপনার সঙ্গে পরিবারের সদস্যদের ভাল সম্পর্ক তৈরি হবে। কেরিয়ারে হবে উন্নতি। পাশাপাশি কিনে ফেলতে পারেন গাড়ি, বাড়ি এবং সম্পদ। 

মিথুন রাশি
এই সময়টা ভাল যাবে কুম্ভ রাশিরও। তাড়াতাড়ি চিন্তা করতে পারবেন। এতদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। হাতে থাকবে আসবে টাকা। পাশাপাশি খরচও কমবে। যার ফলে আর্থিক সমস্যা মিটে যাবে।

কন্যা রাশি
বুধের এই দশায় কন্যা রাশির জীবনেও বদল আসবে। আপনাদের বিদ্যে-বুদ্ধি বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, যাঁরা চাকরি করছেন, তাঁরাও এই সময় উন্নতির শিখরে পৌঁছে যাবেন। এছাড়া আয়ের নতুন নতুন জায়গা তৈরি হবে। তাই চিন্তার সত্যিই কোনও কারণ নেই।

তুলা রাশি
ভাল সময় যাবে আপনাদেরও। ভেবেচিন্তা করা কাজে ভাল ফল পাবেন। শুধু তাই নয়, এই সময় অনেক দিন ধরে আটকে থাকা থাকা কাজেও মিলবে সাফল্য। যার ফলে হাতে আসবে ভাল পরিমাণ টাকা। আপনার অর্থকষ্ট দূর হবে। তাই নতুন করে চিন্তার সত্যিই কিছু নেই। 

Advertisement

কুম্ভ রাশি
এই সময় আপনারা নতুন করে প্ল্যান করতে পারেন। আবার কেরিয়ারের পুরনো পরিকল্পনাগুলিকে আবার নতুন করে কাজে লাগাতে পারে। ওদিকে আইটি, ডেটা এবং বিশ্লেষণের মতো কাজের সঙ্গে যুক্তরা এই সময় ভাল ফল পাবেন। আমদানি বাড়বে ধীরে ধীরে। টাকার কষ্ট হবে শেষ। তাই ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।

 

 

Read more!
Advertisement
Advertisement