
বুদ্ধি, বাণী এবং তর্কের কারক গ্রহ হল বুধ। এই গ্রহটি আজ, ১৭ জানুয়ারি সকাল ১০টা ২৩ মিনিটে নিজের রাশির বদলাবে। এটি মকর রাশিতে প্রবেশ করবে। আর এই গোচর ৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫১ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। তারপর বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ শাস্ত্র মতে, বুধকে মিথুন এবং কন্যা রাশির অধিপতি মনে করা হয়। এই গ্রহ বুদ্ধি, বাণী, গণনা, ব্যবসা, শিক্ষা এবং বিশ্লেষণ ক্ষমতার প্রতিনিধিত্ব করে। আর মকর রাশিতে বুধের গোচর ১২ রাশির জীবনেই বদল আনবে।
মেষ রাশি
এই গোচরের জন্য কেরিয়ারে এগিয়ে যাবেন। প্রোমোশন হওয়ার রয়েছে সম্ভাবনা। ব্যবসাতেও সফল হতে পারেন।
বৃষ রাশি
বুধের গোচরে ভাগ্যের সঙ্গ পাবেন বৃষ রাশির জাতকেরা। আপনারা উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে পারবেন। পাশাপাশি ধার্মিক কাজেও বসবে মন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে।
মিথুন রাশি
এই সময় কঠিন বিষয়ে পড়াশোনা করার ব্যাপারে এগিয়ে যাবেন। হঠাৎ করেই হতে পারে ধনলাভ। তবে পরিশ্রম বাড়াতে হবে।
কর্কট রাশি
বুধের গোচরে পার্টনারশিপে করা কাজে লাভ পাবেন। বৈবাহিক জীবনে শান্তি ফিরবে। ব্যবসায় আসবে কন্ট্রোল। তাই চিন্তার কারণ নেই।
সিংহ রাশি
যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, তাঁদের জন্য শুভ সময় চলবে। কার্যক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিলে লাভ পাবেন।
কন্যা রাশি
এই সময়টা দারুণ কাটবে কন্যা রাশির জাতকদেরও। তাঁদের বুদ্ধি বৃদ্ধি পাবে। পাশাপাশি লেখালিখির কাজে এগিয়ে যাবেন।
তুলা রাশি
বুধের কৃপা থাকবে তুলা রাশির উপরও। জমি-বাড়ি নিয়ে মামলা থেকে এখন মুক্তি পাবেন। পাশাপাশি পারিবারিক জীবনেও এগিয়ে যাবেন। মানসিক শান্তি ফিরবে।
বৃশ্চিক রাশি
এই গোচরের জন্য আত্মবিশ্বাস বাড়বে। সেই সঙ্গে ভাই-বোনের সম্পর্ক মজবুত হবে। মিডিয়াতে যাঁরা কাজ করছেন, তাঁদের হবে উন্নতি।
ধনু রাশি
বুধের গোচরে আর্থিক স্থিতি বদলে যাবে। হাতে থাকবে টাকা। পাশাপাশি সঞ্চয়ের প্রতি ঝোঁক কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
মকর রাশি
বুধ আপনাদের লগ্নে প্রবেশ করবে। তাই এই সময় ব্যক্তিত্বে নতুন চমক দেখা যেতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে। নির্ণয় নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশির
এই গোচরে বিদেশের সঙ্গে জুড়ে থাকা কাজে এগিয়ে যাবেন। আধ্যাত্মিক রুচি বাড়বে। তবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।
মীন রাশি
বুধের কৃপায় আয়ের নতুন স্রোত তৈরি হবে। নতুন বন্ধু হবে। তাঁরা আপনাকে জীবনে সাহায্যও করবেন। এছাড়া আর্থিক উন্নতি হওয়ারও রয়েছে সম্ভাবনা।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে।