বৈদিক জ্যোতিষে বুধ গ্রহকে সবচেয়ে ছোট গ্রহ বলা হয়। চন্দ্রের পরেই বুধই সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন গ্রহ। এক রাশি থেকে অন্য রাশিতে দ্রুত স্থান পরিবর্তন করে। জ্যোতিষ শাস্ত্র বলছে, আগামী ১৫ সেপ্টেম্বর বুধ গ্রহ প্রবেশ করতে চলেছে নিজের স্বরাশি, কন্যা রাশিতে। এর প্রভাব পড়বে সব রাশির জাতকদের উপরেই। তবে এই সময়ে তিনটি রাশির জন্য শুরু হতে চলেছে গোল্ডেন টাইম। মিলবে সাফল্য, উন্নতি, আর্থিক বৃদ্ধি এবং মানসিক শান্তি। দেখে নিন কোন রাশির জাতকদের জন্য আসছে শুভ সময়।
কন্যা রাশি (Kanya Zodiac)
কন্যা রাশির জাতকদের জন্য বুধ গ্রহের এই গোচর বিশেষ শুভ হতে চলেছে। কারণ বুধ আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করবে। বুধ আপনার লগ্ন ও কর্মভাগের অধিপতি হওয়ায় এই সময়ে কর্মজীবনে আসবে বড় সাফল্য।
যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য সময়টা আরও বেশি লাভজনক। ব্যবসার বিস্তার ঘটতে পারে। নতুন বিনিয়োগের সুযোগও মিলবে।
বিবাহিতদের দাম্পত্য জীবনে আসবে সুখ ও শান্তি। সম্পর্কের মধ্যে থাকবে মধুরতা। অন্যদিকে, যাঁরা অবিবাহিত, তাঁদের কাছে আসতে পারে বিয়ের প্রস্তাব।
চাকরিজীবীদের ক্ষেত্রেও মিলবে মানসিক শান্তি। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, ফলে অফিসের পরিবেশ থাকবে অনুকূল।
মকর রাশি (Makar Zodiac)
মকর রাশির জাতকদের জন্যও বুধের গোচর শুভ প্রভাব ফেলবে। এই সময়ে বুধ আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, আর ছয় নম্বর ঘরের অধিপতি হিসেবে সৌভাগ্যের দরজা খুলে দেবে।
ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ছোট বা বড় যেকোনও যাত্রা হতে পারে। ধর্মীয় কাজ বা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহও বাড়বে।
যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টা বিশেষ সহায়ক হতে পারে। সাফল্যের সম্ভাবনা প্রবল।
এই সময় যেসব পরিকল্পনা করেছেন, সেগুলো বাস্তবায়িত হবে। পাশাপাশি আর্থিক সঞ্চয় বাড়ানোর সুযোগও মিলবে।
মিথুন রাশি (Mithun Zodiac)
মিথুন রাশির জাতকদের জন্যও বুধ গ্রহের এই গোচর সৌভাগ্য বয়ে আনবে। বুধ এই সময়ে আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে, পাশাপাশি লগ্নস্থানের অধিপতিও বুধ।
এই কারণে আসতে পারে ভৌত সুখ, বাড়ি, গাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সুখবর মিলতে পারে। বুধের দৃষ্টি লগ্ন ঘরে পড়ায় কর্মক্ষেত্রে মিলবে সাফল্য।
আপনার সৃজনশীলতা, নেতৃত্বের গুণ এবং দক্ষতার প্রশংসা হবে। নতুন দায়িত্ব হাতে আসতে পারে, এমনকি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।
নতুন প্রজেক্ট শুরু করার বা নেতৃত্ব নেওয়ার জন্য সময়টা একেবারেই উপযুক্ত।
যাঁরা শিল্প, সঙ্গীত, শিক্ষা, ব্যাঙ্কিং বা প্রপার্টি সংক্রান্ত কাজে যুক্ত, তাঁদের জন্যও এই সময়টা লাভজনক হতে চলেছে।
১৫ সেপ্টেম্বরের পর থেকেই এই তিন রাশির জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি এবং মানসিক প্রশান্তি এনে দেবে বুধ গ্রহের এই গোচর। তবে বিশেষজ্ঞদের মতে, এই সময়ে সঠিক পরিকল্পনা এবং ধৈর্য ধরে এগোতে হবে। তবেই মিলবে সেরা ফল।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।