Budh Gochar 2025: রাশিচক্রে প্রতি মাসেই একাধিক গ্রহ রাশি পরিবর্তন করে। যার ফলে কিচু রাশির ভাল সময় শুরু হয়। কাউকে কাউকে আবার বিপদেও ফেলে। অগাস্ট মাসে একাধিক বড় গ্রহের অবস্থানে পরিবর্তন হবে।
৯ অগাস্ট কর্কট রাশিতে উদয় হবে বুধ। এরপর ১১ অগস্ট বুধ বক্রী চলন ছেড়ে মার্গী হবে। আগামী ১৭ অগস্ট কর্কট রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে সূর্য। এরপর, ২১ অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। মাসের শেষে ৩০ অগস্ট সিংহ রাশিতে গোচর করবে বুধ। এই মাসে স্বরাশি সিংহে গোচর করে রাজ রাজেশ্বর যোগ গঠন করবে সূর্য। পাশাপাশি অগস্টে থাকবে বুধাদিত্য রাজযোগ ও লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবও। দেখে নিন অগস্ট ২০২৫ কেমন কাটতে চলেছে কোন রাশির।
বৃষ
আগের সব বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। নিজের লক্ষ্যের কাছে পৌঁছতে অতিরিক্ত পরিশ্রম করবেন। মাসের দ্বিতীয় সপ্তাহে সামাজিক যোগাযোগ গড়ে উঠবে। এই যোগাযোগ আপনার কেরিয়ারের জন্য লাভজনক হবে।
সিংহ
নিজের সময়ের সদ্ব্যবহার করবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আইনি পথে না গিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করুন। বন্দুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। উপার্জনের নতুন পথ খুলে যাবে।
কন্যা
মাসের শুরুতে শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কঠিন সময়ের মোকাবিলা করুন। মাসের মাঝামাঝি পরিশ্রম বাড়বে। সঠিক পরিকল্পনা মেনে কাজ করলে সাফল্য আসব। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
বৃশ্চিক
বিদেশে কর্মরতদের বড় সাফল্য পাওয়ার যোগ আছে। সংসারে বিলাসিতার দ্রব্য কিনতে গিয়ে খরচ বাড়বে। এই মাসে নতুন জমি, বাড়ি বা গাড়ি কিনতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।
ধনু
অফিসে প্রোমোশন পাওয়ার যোগ আছে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। কোনও জরুরি কাজ সম্পূর্ণ করতে পারবেন। নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন থাকুন। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে।
মকর
মাসের শুরুতে আর্থিক উন্নতি হওয়ার যোগ। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। বিরোধীরা আপনাকে ছোট করার চেষ্টা করবে।বুদ্ধি খাটিয়ে তাদের হারাতে পারবেন। অন্যের বিষয়ে মাথা ঘামাবেন না।