Budh Uday Rashifal: জ্যোতিষশাস্ত্রে রাজকুমার গ্রহ বলে মনে করা হয় বুধ গ্রহকে। বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই শুভ গ্রহ যখন নক্ষত্র কিংবা স্থান বদল করে তখন কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হয়। আবার ভাগ্যের দ্বার খোলে অনেকের।
এপ্রিল মাসের ২ তারিখ বুধ গ্রহ উদিত হতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের ওপর বুধের উত্থানের প্রভাব অত্যন্ত শুভ হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। সকল ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। যদি পুরানো ব্যবসায় বিনিয়োগ করেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। সোনা ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। এ সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা মায়ের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপও কমবে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যারা ব্যবসা করছেন, তাদেরও শুভ সময়। চাকরিতে পদোন্নতি হবে। নয়া ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন। বেকাররা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। আপনি কোনও কাজেই পিছিয়ে যাবেন না। এ সময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। যদি আপনি পাহাড়ি কোনও এলাকায় ঘুরতে যান, যেতে পারেন। কর্মজীবীরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।
ধনু রাশি
ধনু রাশি ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় শ্বশুরবাড়িতে আপনি ভালোভাবেই থাকতে পারবেন। তাছাড়া আপনার সঙ্গে সকলের ভালো সম্পর্ক বজায় থাকবে। মানসিকভাবে আপনি শান্ত থাকতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। নতুন যানবাহন বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করে রাখতে পারেন। বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকবে।