Advertisement

Budh Lucky Zodiacs From 7 February: ফেব্রুয়ারি থেকে সাফল্যের যোগ শুরু ৫ রাশির, বুধ-সূর্যের কৃপা

৭ ফেব্রুয়ারি বুধের মকর রাশিতে প্রবেশ বুধ ও সূর্যের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগ অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়েছে। এই যোগ ৪টি রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। তাঁদের রাতারাতি আসতে চলেছে সৌভাগ্য।

বুধের গোচরে লক্ষ্মীলাভ। বুধের গোচরে লক্ষ্মীলাভ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jan 2023,
  • अपडेटेड 8:49 PM IST
  • ৭ ফেব্রুয়ারি শনির রাশিতে বুধ।
  • ওই রাশিতেই রয়েছেন সূর্যদেব।

জ্যোতিষশাস্ত্র অনুসারে,৭ ফেব্রুয়ারি শনির রাশি মকরে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ। ১৪ জানুয়ারি গ্রহের রাজা সূর্য মকর রাশিতে প্রবেশ করেছেন। ৭ ফেব্রুয়ারি বুধের মকর রাশিতে প্রবেশ বুধ ও সূর্যের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগ অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়েছে। এই যোগ ৫ রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। তাঁদের রাতারাতি আসতে চলেছে সৌভাগ্য। চলুন জেনে নেওয়া যাক- 

মেষ রাশি- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বুধের গমন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সাফল্যের কারণ হবে। মকর রাশিতে বুধের গমনের কারণে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে যা মেষ রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে। তাঁরা প্রতিটি কাজে সাফল্য পাবেন। চাকরিতে পাবেন নতুন সুযোগ। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভবান হবেন।

তুলা রাশি- মকর রাশিতে বুধের গমনের কারণে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বাড়বে। মকর রাশিতে বুধের প্রবেশের কারণে তুলা রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে। সম্পত্তি থেকে লাভের হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। নতুন বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনার কথা ভাবলে এটা অনুকূল সময়।

আরও পড়ুন

কন্যা রাশি- বুধের গমনে গঠিত বুধাদিত্য যোগ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ দিন নিয়ে আনছে। এর ফলে কন্যা রাশির জাতক-জাতিকারা বাম্পার সুবিধা পাবেন। আয় বাড়বে। কর্মজীবন এবং ব্যবসায় বাড়বে আয়। সেই সঙ্গে প্রেমের বিয়েতেও সাফল্য আসবে। আপনার জন্য এই সময়টি অনুকূল। প্রেম জীবন ভালো হবে। সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি- ৭ ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে বুধ। এই রাশিতে সূর্যের উপস্থিতির কারণে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই সময়ে মকর রাশির জাতক-জাতিকারা সুখবর পাবেন। নতুন চাকরির অফার পেতে পারেন। আপনি অর্থলাভ করবেন। বিবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।

Advertisement

কুম্ভ রাশি- বুধ আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করছে। এক্ষেত্রে আপনার আয় বাড়বে। আয়ের নতুন উৎসও তৈরি হবে। পরিবারের সদস্যরা পাশে থাকবেন। প্রতিটি কাজে সাফল্য আসবে। নতুন চাকরির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা প্রচুর মুনাফা পাবেন। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এই সময়ে বৈষয়িক সুখ-আরাম বাড়তে পারে। 

Read more!
Advertisement
Advertisement