Budh Gochar Rashifal: চাকরি, ব্যবসা ও বুদ্ধিমত্তার কারক হল শুভ গ্রহ বুধ গ্রহ। এই গ্রহকে রাজকুমার গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়।
১৭ মার্চ বুধ গ্রহ মীন রাশিতে অস্ত যাবে। বুধের অস্ত যাওয়ায় কিছু মানুষের অত্যন্ত শুভ যাবে। আবার কিছু মানুষের খুব খারাপ সময় যাবে। কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারবেন না। এরপর ৮ এপ্রিল বুধ গ্রহ উদিত হবে। বুধের উত্থানে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, জানুন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের অধিপতি হল বুধ গ্রহ। বুধের উত্থানে এই রাশির ব্যক্তিদের খুব শুভ সময় যাবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। অংশীদারিত্ব যেকোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এ সময় দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় নিশ্চিত। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনারা। চাকরি থেকে ব্যবসায় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। সোনা ব্যবসায় খুব লাভ হবে। শেয়ার বাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। বিবাহিত জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর বুধের উত্থানে অত্যন্ত শুভ প্রভাব পড়বে। এসময় ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। তাছাড়া যারা আইনজীবী রয়েছেন কিংবা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের শুভ সময়। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনে সুখী হবেন আপনি। স্বামীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। এই সময় আপনাদের মধ্যে যে অশান্তি ছিল, তা অনেকটাই কেটে যাবে। কোনও কাজে এই সময় পিছিয়ে পড়বেন না এই রাশির জাতক জাতিকারা।