Advertisement

Budh Gochar 2025: মে মাসে ভাগ্য খুলবে এই ৩ রাশির, অবশেষে প্রাপ্য টাকা-সম্মান-প্রেম আসছে

বুধের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে সব ১২টি রাশির ওপর। তবে কিছু রাশির জাতকদের জন্য এই পরিবর্তন হবে অত্যন্ত শুভ। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকের জন্য বুধের নক্ষত্র পরিবর্তনে সৌভাগ্য আসতে চলেছে।

বুধ গোচরবুধ গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 12:35 PM IST

বৈদিক জ্যোতিষ মতে, বুধকে বলা হয় গ্রহদের রাজপুত্র। এই গ্রহ যুক্ত থাকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা ও যুক্তিবোধের সঙ্গে। নির্দিষ্ট সময়ে বুধ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। রাশি পরিবর্তনের মতোই, বুধ নক্ষত্রও পরিবর্তন করে। ২০২৫ সালের ৭ মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এবং ওই দিনই বুধ পৌঁছাবে অশ্বিনী নক্ষত্রে।

বুধ অশ্বিনী নক্ষত্রে ৭ দিন থাকবে। ১৪ মে সে পৌঁছাবে ভরণী নক্ষত্রে। বুধের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে সব ১২টি রাশির ওপর। তবে কিছু রাশির জাতকদের জন্য এই পরিবর্তন হবে অত্যন্ত শুভ। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকের জন্য বুধের নক্ষত্র পরিবর্তন নিয়ে আসবে সৌভাগ্য—

মেষ রাশি

বুধের অশ্বিনী নক্ষত্রে গোচর মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। যারা চাকরি করেন, তাঁদের জন্য উন্নতির সুযোগ আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। পরিশ্রম সফল হবে। আত্মবিশ্বাস বাড়বে। কথা হবে মিষ্টি, ফলে চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবেন। নতুন অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে।

আরও পড়ুন

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্যও এই সময়টা লাভজনক হতে পারে। জমি, বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা তৈরি হচ্ছে। পরিবার থাকবে পাশে। যোগাযোগ দক্ষতার কারণে আপনি অন্যদের উপর প্রভাব ফেলতে সক্ষম হবেন। চাকরিতে পদোন্নতি ও আয়ের বৃদ্ধি সম্ভব। ব্যবসায়ী শ্রেণির জন্য এই সময়টি হতে পারে খুবই উপকারী।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য বুধের এই নক্ষত্র পরিবর্তন নিয়ে আসতে পারে সৌভাগ্য। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ভ্রমণ থেকেও লাভ হবে। যারা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য আসতে পারে ভালো অফার। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাবার সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য অর্জনে সফল হবেন। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ।

বুধ গোচর ২০২৫ সালের মে মাসে বেশ কিছু রাশির জাতকদের জীবনে উন্নতি, অর্থ ও খ্যাতি নিয়ে আসতে চলেছে। তাই উপযুক্ত পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে এই সময়ের সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement