Advertisement

Budh Nakshatra Gochar: বুধ বানাবে মালামাল, কুম্ভ সহ ৫ রাশির ভাগ্য বদলে যাবে

৭ জানুয়ারি ২০২৬ বুধ গ্রহ পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। আর জ্যোতিষ অনুযায়ী, এটি হল প্রভাবশালী গ্রহ নক্ষত্র পরিবর্তন। কারণ, বুধ বুদ্ধিমত্তা, ভাবনা, কথাবার্তা থেকে শুরু করে ব্যবসা, গণনার মতো বিষয়গুলির প্রতিনিধিত্ব করে। ও দিকে আবার পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের প্রভাবে আসে। সম্পত্তি ও প্রতিপত্তি বাড়ানোর সংকেত দিতে পারে। এই কারণেই বুধ এবং পূর্বাষাঢ়ার এই সংযোগ কিছু রাশির জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারে।

বুধ নক্ষত্র গোচরবুধ নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 8:51 AM IST
  • ৭ জানুয়ারি ২০২৬ বুধ গ্রহ পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করতে চলেছে
  • এটি হল প্রভাবশালী গ্রহ নক্ষত্র পরিবর্তন
  • সম্পত্তি ও প্রতিপত্তি বাড়ানোর সংকেত দিতে পারে

৭ জানুয়ারি ২০২৬ বুধ গ্রহ পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। আর জ্যোতিষ অনুযায়ী, এটি হল প্রভাবশালী গ্রহ নক্ষত্র পরিবর্তন। কারণ, বুধ বুদ্ধিমত্তা, ভাবনা, কথাবার্তা থেকে শুরু করে ব্যবসা, গণনার মতো বিষয়গুলির প্রতিনিধিত্ব করে। ও দিকে আবার পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের প্রভাবে আসে। সম্পত্তি ও প্রতিপত্তি বাড়ানোর সংকেত দিতে পারে। এই কারণেই বুধ এবং পূর্বাষাঢ়ার এই সংযোগ কিছু রাশির জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই কারণে ৫ রাশির জীবনে বিশেষ বদল আসতে পারে। তাই দ্রুত সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।

মেষ রাশি

এই সময়টা দারুণ যাবে মেষ রাশির জাতকদের। তাদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। শুধু তাই নয়, যারা অনেক দিন ধরে কিছু চেষ্টা করছিলেন, তারা সেই কাজে সাফল্য পাবেন। চাকরিজীবীদের এই সময় উন্নতি হবে। নতুন দায়িত্ব পাবেন। এছাড়া যারা চাকরির আশা করছিলেন, তারাও এই সময় পেয়ে যাবেন। অর্থ ভাগ্য ফিরবে। পরিবারে সুখ বিরাজ করবে।

মিথুন রাশি

এই যোগের জন্য দারুণ এগিয়ে যাবে মিথুন রাশি। অর্থিক স্থিতি একবারে বদলে যাবে। জীবনে এগিয়ে যাবেন। ব্যবসায় বুদ্ধি দিয়ে কাজ করলে লাভ হতে বাধ্য। এই সময় নতুন কোনও প্রোজেক্টেও ইনভেস্ট করে দিতে পারেন। দাম্পত্য জীবনও এই সময় ভালই যাবে। কোনও আটকে থাকা কাজও হয়ে যেতে পারে।

কন্যা রাশি

অত্যন্ত ভাল সময়ের মধ্যে দিয়ে যাবে কন্যা রাশি। এই সময় সংসারে সুখ বিরাজ করবে। মিটে যাবে অশান্তি। শুধু তাই নয়, জমি বা বাড়ি সংক্রান্ত একাধিক সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন। পাশাপাশি এই যোগের কারণে হাতে আসবে অর্থ। ব্যবসায় উন্নতি হবে। সেই সঙ্গে চাকরি ক্ষেত্রেও এগিয়ে যাবেন। এই সময় পরিশ্রমের দাম পাবেন।

তুলা রাশি

তুলা রাশির মানুষেরা এই সময় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন। আপনার কথাবার্তা বলার ধরন মানুষকে আকর্ষণ করবে। কোনও নতুন বড় প্রোজেক্ট হাতে পাবেন। মাথায় চাপতে পারে নতুন দায়িত্ব। শুধু তাই নয়, শেয়ারবাজার, ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত মানুষজন এই সময় হুট করে লাভের মুখ দেখতে পারেন।

Advertisement

কুম্ভ রাশি

এই যোগের কারণে সময় ভাল যাবে কুম্ভ রাশির। আমদানি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। পুরনো বিনিয়োগে ভাল লাভ পাবেন। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। পড়ুয়ারা পড়ায় মন দিতে পারবেন। সফলতা আপনার পিছু নেবে।


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement