Advertisement

Budh Rashi Nakshatra Parivartan: ১০ বছর পর বুধের রাশি নক্ষত্র পরিবর্তন, ভাগ্য খুলবে ৩ রাশির

আগামী ৩০ অগাস্ট সেই সন্ধিক্ষণ, যখন একইসঙ্গে রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে বুধ গ্রহ। এইরকম সময় ১০ বছরে একবার আসে। কোন কোন রাশির ভাগ্য চমকাবে?

বুধের রাশ নক্ষত্র পরিবর্তন বুধের রাশ নক্ষত্র পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 8:52 AM IST
  • একইসঙ্গে রাশি ও নক্ষত্র পরিবর্তন করবে বুধ
  • ভাগ্য চমকাবে ৩ রাশির
  • কোন কোন রাশির জাতক এই তালিকায়?

গ্রহের রাজকুমার বুধ দেবতার নবগ্রহে বিশেষ স্থান প্রাপ্ত হয়েছে। বুধকে বৃদ্ধি, শিক্ষা এবং বাণিজ্যের কারক মনে করা হয়। অগাস্টের শেষে বুধ একসঙ্গে রাশি, নক্ষত্র পরিবর্তন করবে। জ্যোতিষচর্চা অনুসারে, এমন সংযোগ ১০ বছরে একবার আসে। 

আগামী ৩০ অগাস্ট বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্যের রাশি সিংহে প্রবেশ করবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই বিরাজমান থাকবে বুধ। একইসঙ্গে ওই দিনই বুধ মঘা নক্ষত্রে প্রবেশ করবে। একইদিনে রাশি এবং নক্ষত্র পরিবর্তনের এই কাল অত্যন্ত দুর্লভ সংযোগ মনে করা হচ্ছে। 

জ্যোতিষবিদ্যায় এই রকম সংযোগকে ভাগ্য বদলের কারণ ধরা হয়। কোন কোন রাশি এই সংযোগের ফলে মালামাল হতে চলেছে? 

বৃষ: বুধ গ্রহের রাশি এবং নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে এঁদের। আর্থিক স্থিতি মজবুত হবে। নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার সুযোগ বাড়বে। 

সিংহ: সিংহ রাশির জন্য বুধ গ্রহের নক্ষত্র এবং রাশি পরিবর্তন লাভজনক হতে চলেছে। আয়ের নয়া দিশা উন্মোচিত হবে। বৈবাহিক জীবন সুখের হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। 

মকর: বুধ গ্রহ নক্ষত্র এবং রাশি পরিবর্তনের মাধ্যমে মকর রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে। ধর্মে রুচি বাড়বে। লম্বা যাত্রার সুযোগ আসবে। কেরিয়ার এবং বাণিজ্যে সাফল্য আসবে। 

Read more!
Advertisement
Advertisement