
নভেম্বরের শুরুটাই হচ্ছে অত্যন্ত শুভ যোগে। ২১ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে বৈদিক জ্যোতিষের দু'টি অত্যন্ত শুভ এবং তেজস্বী গ্রহ বুধ এবং শুক্র একে অপরের সঙ্গে ৪০ ডিগ্রি কৌণিক অবস্থানে আসবে। এই বিশেষ পরিস্থিতিকে সংস্কৃততে 'চত্বরিশন্তি যোগ' বা 'চালিস যোগ' বলা হয়। ইংরেজিতে বলা হয়, 'নোভাইল অ্যাস্পেক্ট।' এটি একটি বিশেষ আধ্যাত্মিক যোগ। এই যোগের জন্য নভেম্বর মাসটি কয়েকটি রাশির জন্য অত্যন্ত পয়া হতে চলেছে।
বুধ বুদ্ধি, বাণি, তর্ক, বিশ্লেষণ এবং ব্যবসার কারক। আবার শুক্র প্রেম, কলা, সৌন্দর্য, আকর্ষণ এবং সম্পর্কের প্রতিনিধিত্ব করে এমন গ্রহ। এই দুই গ্রহ যখন ৪০ ডিগ্রি কৌণিক অবস্থানে আসলে তখন জীবন সাফল্যে ভরে ওঠে। এই যোগের প্রভাবে বিশেষ ভাবে কোন ৪ রাশির জীবনে উন্নতি হবে?
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য ৩১ অক্টোবর বুধ-শুক্র চত্বরিশন্তি যোগ অত্যন্ত শুভ হবে। এই রাশির স্বামী স্বয়ং বুধ। ফলে যখন বুধ নিজের বন্ধু শুক্রের সঙ্গে শক্তিশালী কৌণিক অবস্থানে আসবে, তখন এই যোগ বাণি, তর্কশক্তি, রচনাত্মক এবং সামাজিক আকর্ষণের মাধ্যমে চতুর্দিক উজ্জ্বল করে তুলবে। এই যোগ তৈরি হলে কথা বলার ক্ষমতা, ব্যাখ্যার দক্ষতা এবং বিচার করার স্পষ্ট ধারণা মানুষকে প্রাভবিত করবে। কথার মাধ্যমেই এরা মানুষের ভরসা অর্জন করতে সক্ষম হবে। এই রাশির যে জাতকরা লেখা, পত্রপত্রিকায় কর্মরত কিংবা অধ্যাপনার কাজ করেন অথবা মার্কেটিং কিংবা মিডিয়াতে রয়েছেন, তারা বিশেষ ভাবে সফল হবেন। পার্টনারশিপ কিংবা টিম প্রজেক্টে থাকলে এই সময়ে এই রাশির জাতকরা একত্রিত হয়ে কাজ করার সুযোগ পাবেন। চাকরিজীবীরা সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন, নতুন দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা রয়েছে।
কন্যা: এই রাশির স্বামী স্বয়ং বুধ। যখন বুধ তার প্রিয় মিত্র শুক্রের সঙ্গে ৪০ ডিগ্রি কৌণিক অবস্থান তরি করবে তখন এদের জীবনে শুভ সংবাদ আসবে। সম্পর্কগুলি আরও দৃঢ় হবে। এই সময়ে এই রাশির জাতকদের বুদ্ধিমত্তা, বিবেক এবং বিশ্লেষণ করার ক্ষমতা বাড়বে। বিচয়ার বিবেচনায় গভীরতা আসবে, প্রভাব বাড়বে এদের। এদের কথাবার্তা মানুষের মনে প্রভাব ফেলবে। কোনও নির্ণয় নেওয়ার সময়ে সঠিক পথই বাছবেন এরা। শিক্ষা, অধ্যাপনা, মিডিয়ার ক্ষেত্রে বিশেষ সম্মান পাবেন জাতকরা। চাকরিজীবীরা সহকর্মী কিংবা প্রবীণদের থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় পার্টনারশিপ কিংবা বিনিয়োগকারীর লাভ হবে। দীর্ঘ সময় ধরে কেরিয়ারে স্থিরতা আনতে চাওয়া জাতকদের সামনে নতুন দিশা খুলে যাবে।
তুলা: এই রাশির স্বামী স্বয়ং শুক্র। সেই শুক্রই যখন প্রিয় বন্ধুর সঙ্গে কৌণিক অবস্থানে আসবে তখন এদের জীবনে সৌন্দর্য, সমৃদ্ধই, স্থিরতা এবং শুভ উদ্যোগ আসবে। ভাগ্য সহায় হবে এই সময়টা। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন দিশার উন্মোচন হবে। পরিশ্রমের সঠিক ফল পাবেন এই রাশির জাতকরা। জীবনে আত্মবিশ্বাস এবং ইতিবাচক প্রভাব সঞ্চারিত হবে। যদি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এই দুই গ্রহের যোগে তা এই রাশির পক্ষেই থাকবে।
মকর: এই যোগ মকর রাশির জাতকদের কার্যক্ষেত্রে এবং সামাজিক জীবনে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। সাফল্য এবং সম্মান, দুই পাবেন এরা। এই সময়টা প্রফেশনাল গ্রোথের জন্য এবং পার্টনারশিপের জন্যও শুভ। টিমে কর্মরতদের নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ মিলবে। কোনও নতুন প্রজেক্টেও আপনার ভূমিকা চিহ্নিত হবে।