Advertisement

Budh Vakri 2026: ছাব্বিশে তিনবার উল্টো হবে বুধ, ৭০ দিনেই সব হারাবেন ৩ রাশি

Budh Vakri 2026: নতুন বছর ২০২৬-এ গ্রহদের রাজকুমার বুধের অবস্থান অনুসারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছাব্বিশে বুধ প্রায় ৭০দিন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। বুধের তিন আলাদা আলাদা সময়ে বক্রী চাল শুরু হবে। সবার প্রথমে বুধ ২৬ ফেব্রুয়ারি বক্রী হবে আর ২১ মার্চ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে।

বুধের উল্টো চালে বড় বদলবুধের উল্টো চালে বড় বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 6:30 PM IST
  • নতুন বছর ২০২৬-এ গ্রহদের রাজকুমার বুধের অবস্থান অনুসারে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

নতুন বছর ২০২৬-এ গ্রহদের রাজকুমার বুধের অবস্থান অনুসারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছাব্বিশে বুধ প্রায় ৭০দিন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। বুধের তিন আলাদা আলাদা সময়ে বক্রী চাল শুরু হবে। সবার প্রথমে বুধ ২৬ ফেব্রুয়ারি বক্রী হবে আর ২১ মার্চ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। আবার ২৯ জুন ফের বুধের উল্টো চাল শুরু হবে। এরপর ২৪ জুলাই বুধ মার্গী হবে। বুধের শেষ বক্রী অবস্থা হবে ২৪ অক্টোবর, যা ১৩ নভেম্বর পর্যন্ত থাকবে। এইভাবে সব মিলিয়ে বুধ প্রায় ৭০দিন পর্যন্ত বক্রী থাকবে। আসুন জেনে নিন বুধের উল্টো অবস্থার সময় কাদের লোকসান হবে। 

কন্যা রাশি
বুধের বক্রী চাল কন্যা রাশির জাতকদের মুশকিল বাড়াবে। আপনাকে আর্থিক জায়গায় সাবধান থাকতে হবে। বিশেষ করে বিনিয়োগ এই সময় না করাই ভাল। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। টাকা লেন-দেন করা এই সময় বন্ধ রাখতে হবে। আগে থেকে করা বিনিয়োগ থেকে বড় ক্ষতি হতে পারে। এই সময়ে মানসিক অশান্তি বাড়তে পারে। মানসিক চাপ অনুভব হবে। স্বাস্থ্য সংক্রান্ত ছোট খাটো সমস্যা সামনে আসতে পারে। 

তুলা রাশি
বুধের উল্টো চাল চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। খরচ বাড়বে। যার ফলে বাজেট বিগড়াবে। ব্যবসার সঙ্গে লোকেদের লেন-দেন খুব সাবধানে করতে হবে। নয়তো লোকসান হতে পারে। কর্মস্থানে বাধা আসতে পারে। মানসিক চাপ বাড়বে। ব্যক্তিগত সম্পর্কে তিক্ততা আসবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক বিগড়াতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে হঠাৎ করে বিচ্ছেদ পরিস্থিতি আসতে পারে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য বুধের মার্গী আর্থিক দিককে দুর্বল করতে চলেছে। খরচ বাড়ার ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয় বিদড়াতে পারে। কারোর কথার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত লোকসানদায়ক হতে পারে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির সদস্যদের পরামর্শ অবশ্যই নিন। ভেবেচিন্তে পা বাড়ান আর তাড়াহুড়ো করবেন না। শিশুদের মনোযোগ ভাঙতে পারে। পড়াশোনায় কম মন লাগবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement