Advertisement

Shukraditya And Budhaditya Rajyog 2024: ১০০ বছর পর একসঙ্গে দুই যোগ, ৩ রাশির বিরাট সাফল্য

Shukraditya And Budhaditya Rajyog 2024: বর্তমানে শুক্র কর্কট রাশিতে রয়েছে। আগে থেকেই বুধ গ্রহ এখানেই রয়েছে। বুধ, সূর্য, শুক্র গ্রহের মিলনে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। ১০০ বছর পর এই দুই শুভ যোগ একসঙ্গে তৈরি হচ্ছে। ৩ রাশির দারুণ সময় শুরু হবে এখন থেকে।

১০০ বছর পর একসঙ্গে দুই যোগ, ৩ রাশির বিরাট সাফল্যের যোগ১০০ বছর পর একসঙ্গে দুই যোগ, ৩ রাশির বিরাট সাফল্যের যোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Jul 2024,
  • अपडेटेड 6:07 PM IST

Shukraditya And Budhaditya Rajyog 2024: সূর্য গ্রহকে সম্মান, প্রতিপত্তির কারক বলে মনে করা হয়। ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। শুক্র হল রাজকুমার গ্রহ। বর্তমানে শুক্র কর্কট রাশিতে রয়েছে। আগে থেকেই বুধ গ্রহ এখানেই রয়েছে। বুধ, সূর্য, শুক্র গ্রহের মিলনে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। ১০০ বছর পর এই দুই শুভ যোগ একসঙ্গে তৈরি হচ্ছে।

জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, কারোর জন্য অশুভ হতে পারে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসা বা আর্থিকক্ষেত্রে তাঁরা ব্যাপক লাভের মুখ দেখবেন। আসুন জেনে নিই, তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কুম্ভ রাশি (Aquarious)
এই দুই শুভ যোগের প্রভাব পড়বে কুম্ভ রাশির ব্যক্তিদের উপরে। এই সময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। তাছাড়া আপনার আদালত সংক্রান্ত যে সমস্যা ছিল তা মিটে যাবে। বেকারদের চাকরির সুযোগ রয়েছে। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়র ও জুনিয়রদের কাছ সমর্থন পাবেন। এসময় নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। কারোর সঙ্গে অযথা ঋণ গ্রহণ করবেন না। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন।

মিথুন রাশি (Gemini)
দুই শুভ যোগের প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার দ্বাদশ ঘরে এই যোগ তৈরি হবে। এই সময়ে ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পাবেন। এই সময়ে আপনার কাজে পরিবেশ অনুকূল হবে। এই সময় যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন করতে পারেন।

কন্যা রাশি (Virgo)
কন্যা রাশি জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। জীবনযাত্রার মান উন্নত হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সুযোগ রয়েছে। সন্তানের জন্য সুখবর আপনি আরও খুশি হবেন। এসময় শেয়ার বাজার, লটারি সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন তবে এই সময়ের মধ্যে আপনি আপনার পছন্দের চাকরি পেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement