কবে গঠিত হবে এই যোগ?
সূর্য যখন সেপ্টেম্বর মাসে কন্যা রাশিতে প্রবেশ করবেন, সেই সময় বুধও একই রাশিতে অবস্থান করবেন। এই দুই গ্রহের সংযুক্তিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। চলতি বছর এই অবস্থান ,সেপ্টেম্বর মাসজুড়ে কার্যকর থাকবে।
6 August 2025 Rashifal: জোতিষ শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকে ৷ সেক্ষেত্রে বিভিন্ন সময়েই অত্যন্ত শুভ পরিণতি তৈরি করতে পারে। সেপ্টেম্বরে সূর্য ও বুধের মিলন বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, যা কিছু রাশির জন্য শুভ ফল বয়ে আনবে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গ্রহগত এক বিশেষ অবস্থান তৈরি হতে চলেছে— সূর্য ও বুধের অষ্টমহাযোগে কন্যা রাশিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষ মতে, এই মিলিত প্রভাব মাসজুড়ে থাকবে এবং কয়েকটি রাশির জন্য তা হয়ে উঠতে পারে জীবনের মোড় ঘোরানো সময়।
কবে গঠিত হবে এই যোগ?
সূর্য যখন সেপ্টেম্বর মাসে কন্যা রাশিতে প্রবেশ করবেন, সেই সময় বুধও একই রাশিতে অবস্থান করবেন। এই দুই গ্রহের সংযুক্তিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। চলতি বছর এই অবস্থান ,সেপ্টেম্বর মাসজুড়ে কার্যকর থাকবে।
এই রাজযোগ কাদের জন্য শুভ?
বিশেষজ্ঞদের মতে, এই বিরল যোগ মিথুন. মীন এবং মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে, বিশেষ করে অর্থ ও কর্মজীবনে দারুণ প্রভাব ফেলবে। কপাল ঘুরতে সময় লাগবে না। দেখে নেওয়া যাক, কোন রাশির কী ফলাফল হতে পারে।
মেষ রাশি (Aries)
পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা কাঙ্খিত কাজের স্বীকৃতি— সব মিলিয়ে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে পারে এই সময়। যাঁরা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাঁদের জন্য সময়টি বিশেষ শুভ।
মিথুন রাশি (Gemini)
বুধাদিত্য যোগের প্রভাবে কর্মজীবনে নতুন দরজা খুলতে পারে। যাঁরা নতুন কাজের সন্ধানে আছেন, তাঁরা সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা চুক্তিতে লাভের মুখ দেখবেন।
মীন রাশি (Pieces)
মীন রাশির জাতকদের জন্য সময়টা হতে পারে স্বপ্নপূরণের। হঠাৎ করেই আর্থিক লাভ, পুরনো বিনিয়োগ থেকে রিটার্ন, এমনকি লটারি বা ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়াও সেপ্টেম্বর মাসে আরও কিছু শুভ গ্রহের সংযোগ দেখা যাবে, যার ফলে এই তিনটি রাশির জাতক-জাতিকারা একাধিক দিক থেকে লাভবান হতে পারেন।