Advertisement

Angry Zodiacs: ডেঞ্জারাস! এমনিতে শান্ত, রাগলে ভয়ঙ্কর এই ৫ রাশি

Dangerous When Angry: এমনিতে শান্ত। কথা কম। ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ করেন। কিন্তু সীমা ছাড়ালে ছবিটা বদলে যায় মুহূর্তে। জ্যোতিষ মতে, এমন কিছু রাশি আছে, যাদের রাগ সাধারণত চোখে পড়ে না।

জ্যোতিষশাস্ত্র বলছে, এমন ৫টি রাশি রয়েছে, যাদের ক্ষেত্রে এই প্রবণতা সবচেয়ে বেশি।জ্যোতিষশাস্ত্র বলছে, এমন ৫টি রাশি রয়েছে, যাদের ক্ষেত্রে এই প্রবণতা সবচেয়ে বেশি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 8:22 PM IST
  • জ্যোতিষ মতে, এমন কিছু রাশি আছে, যাদের রাগ সাধারণত চোখে পড়ে না।
  • অনেক দিন ধরে জমতে জমতে এক সময়ে বিস্ফোরণ ঘটে।
  • কোন কোন রাশির মানুষ বাইরে থেকে শান্ত হলেও রেগে গেলে ভয়ংকর হয়ে উঠতে পারেন?

Dangerous When Angry: এমনিতে শান্ত। কথা কম। ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ করেন। কিন্তু সীমা ছাড়ালে ছবিটা বদলে যায় মুহূর্তে। জ্যোতিষ মতে, এমন কিছু রাশি আছে, যাদের রাগ সাধারণত চোখে পড়ে না। বরং অনেক দিন ধরে জমতে জমতে এক সময়ে বিস্ফোরণ ঘটে। তখন পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যায়। প্রশ্ন উঠছে, কোন কোন রাশির মানুষ বাইরে থেকে শান্ত হলেও রেগে গেলে ভয়ংকর হয়ে উঠতে পারেন? জ্যোতিষশাস্ত্র বলছে, এমন ৫টি রাশি রয়েছে, যাদের ক্ষেত্রে এই প্রবণতা সবচেয়ে বেশি।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির মানুষ সাধারণত ঠান্ডা মাথার বলেই পরিচিত। নিজের আবেগ খুব একটা প্রকাশ করেন না। কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু জমতে থাকে। অপমান, বিশ্বাসভঙ্গ কিংবা অবহেলা; এই সব কিছু তাঁরা মনে রাখেন দীর্ঘদিন। একবার রাগে ফেটে পড়লে তখন আর পিছনে তাকান না। প্রতিশোধপরায়ণ মনোভাবও দেখা যায়। তাই এই রাশির রাগকে হালকা ভাবে নেওয়া ঠিক নয়।

মকর রাশি
শান্ত, সংযত এবং দায়িত্ববান; মকর রাশির মানুষের এই পরিচিত ছবির আড়ালে লুকিয়ে থাকে কঠোর মানসিকতা। নিজের পরিশ্রম বা সম্মান নিয়ে আঘাত লাগলে তাঁরা সহজে মেনে নিতে পারেন না। প্রথমে চুপ থাকেন। কিন্তু সীমা ছাড়ালে তাঁদের রাগ হয়ে ওঠে ভয়ানক ঠান্ডা ও হিসেবি। তখন আবেগ নয়, যুক্তি দিয়েই আঘাত করেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির মানুষ সাধারণত মানবিক, বন্ধুবৎসল এবং উদার মনের হন। কিন্তু নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ হলে তাঁরা একেবারেই সহ্য করতে পারেন না। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটলে হঠাৎ করেই রেগে যান। সেই রাগে যুক্তির বদলে তীব্র প্রতিবাদই সামনে আসে।

কন্যা রাশি
খুঁতখুঁতে এবং নিখুঁত কাজের জন্য পরিচিত কন্যা রাশি। সাধারণত শান্ত থাকলেও ভিতরে ভিতরে বিরক্তি জমতে থাকে। কেউ কাজের ক্ষেত্রে গাফিলতি করলে বা বারবার ভুল করলে কন্যা রাশির রাগ প্রকাশ পায়। সেই রাগ হয় ধারালো। কথা দিয়েই বিপক্ষকে চাপে ফেলতে জানেন এই রাশির মানুষ।

Advertisement

বৃষ রাশি
ধীরস্থির, স্থিরমতি; বৃষ রাশির এই পরিচয়ের আড়ালে রয়েছে প্রবল জেদ। সহজে রাগেন না ঠিকই, কিন্তু একবার রাগে গেলে থামানো কঠিন। নিজের সিদ্ধান্ত বা মতামানে আঘাত লাগলে তাঁরা বিস্ফোরক হয়ে উঠতে পারেন। তখন সম্পর্ক, পরিস্থিতি; কিছুই বিশেষ মাথায় থাকে না।

জ্যোতিষদের মতে, এই রাশিগুলির মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল, তাঁরা রাগ চেপে রাখতে রাখতে এক সময়ে নিয়ন্ত্রণ হারান। তাই কাছের মানুষের উচিত, তাঁদের অনুভূতি বোঝা এবং সময় থাকতে বিষয়টি মিটিয়ে নেওয়া।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই প্রতিবেদন জ্যোতিষ ও লোকবিশ্বাসভিত্তিক। এটি কোনও বৈজ্ঞানিক বিশ্লেষণ বা সম্পাদকীয় মতামত নয়।

Read more!
Advertisement
Advertisement