
Career Horoscope 19 to 25 January: চাকরি বদল, পদোন্নতি, ব্যবসায় মুনাফা। নতুন বছরের শুরুতেই কেরিয়ার নিয়ে নানা চিন্তা ঘুরপাক খায়। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেরিয়ারের ওঠানামা অনেকাংশে রাশিচক্রের গতির উপর নির্ভর করে। জ্যোতিষ মতে, কিছু রাশির জীবনে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। আবার কয়েকটি রাশির ক্ষেত্রে ধৈর্য্যই হতে চলেছে সাফল্যের চাবিকাঠি। দেখে নেওয়া যাক, ১৯ থেকে ২৫ জানুয়ারি ১২টি রাশির কেরিয়ার রাশিফলের বিস্তারিত বিশ্লেষণ।
মেষ রাশি (Aries Career Horoscope)
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদের জন্য সময় অনুকূল। নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
বৃষ রাশি (Taurus Career Horoscope)
আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে। দীর্ঘদিনের আটকে থাকা প্রজেক্ট শেষ হতে পারে। অফিসে সিনিয়রদের সমর্থন পাবেন। ব্যবসায় বিনিয়োগের আগে হিসেব কষে চলা প্রয়োজন।
মিথুন রাশি (Gemini Career Horoscope)
আপনার কমিউনিকেশন স্কিলস কেরিয়ারে বড় ভূমিকা নেবে। মিডিয়া, লেখালেখি, বিক্রয় বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্তদের জন্য সময় অনুকূল। নতুন কাজের প্রস্তাব আসতে পারে।
কর্কট রাশি (Cancer Career Horoscope)
চাপ বাড়লেও ফল মিলবে। কর্মক্ষেত্রে ধৈর্য বজায় রাখলে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির প্রস্তুতিতে থাকা ব্যক্তিদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ।
সিংহ রাশি (Leo Career Horoscope)
নেতৃত্বের গুণে আলাদা করে সবার নজরে আসবেন। উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। নতুন দায়িত্ব পেলেও অহংকার এড়িয়ে চলা খুব জরুরি। উচ্চস্বরে কথা, দম্ভ এড়ান। আময়িক থাকুন।
কন্যা রাশি (Virgo Career Horoscope)
পরিশ্রমের ফল মিলতে শুরু করবে। বিশ্লেষণধর্মী কাজ, হিসেবরক্ষণ বা গবেষণার সঙ্গে যুক্তদের জন্য সময় শুভ। কাজের মানই সাফল্যের পথ দেখাবে।
তুলা রাশি (Libra Career Horoscope)
অংশীদারিত্বের ব্যবসায় লাভের যোগ। চাকরিজীবীদের ক্ষেত্রে ট্রান্সফার বা নতুন দায়িত্ব আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিধা কাটানো প্রয়োজন।
বৃশ্চিক রাশি (Scorpio Career Horoscope)
আপনার গোপনেই কেউ আপনার সঙ্গে প্রতিযোগিতা করছে। সাবধান। পরিকল্পনা মাফিক এগোতে থাকুন। সাফল্য মিলবে। বিনিয়োগ সংক্রান্ত কাজে অভিজ্ঞদের পরামর্শ নিন। কাজে লাগবে।
ধনু রাশি (Sagittarius Career Horoscope)
বিদেশ সংক্রান্ত কাজ বা উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। নতুন কেরিয়ার পথ খুলতে পারে। ঝুঁকি নিলেও হিসেব করে নেওয়াই ভাল।
মকর রাশি (Capricorn Career Horoscope)
ধীরে হলেও কেরিয়ারে স্থায়ী অগ্রগতি হবে। সিনিয়রদের দায়িত্ব বাড়তে পারে। পরিশ্রমের স্বীকৃতি মিলবে।
কুম্ভ রাশি (Aquarius Career Horoscope)
নতুন আইডিয়া ও উদ্ভাবনী চিন্তা কেরিয়ারে এগিয়ে দেবে। স্টার্টআপ বা ফ্রিল্যান্স কাজের জন্য সময় অনুকূল। তবে আর্থিক পরিকল্পনা জরুরি।
মীন রাশি (Pisces Career Horoscope)
সৃজনশীল পেশায় যুক্তদের জন্য সময় শুভ। কাজের স্বীকৃতি মিলবে। তবে সিদ্ধান্তহীনতা এড়াতে হবে।
দ্রষ্টব্য: এই কেরিয়ার রাশিফল জ্যোতিষ ও লোকমতভিত্তিক। সম্পাদকীয় সুপারিশ নয়।