Advertisement

Chandra Ketu Yuti 2025: কাল চন্দ্র ও কেতুর গ্রহণ যোগ, অশুভ সময় ঘনিয়ে আসছে ৫ রাশির জীবনে

২৯ জুন, রবিবার তৈরি হতে চলেছে চন্দ্র এবং কেতুর গ্রহণ যোগ। অশনি সংকেত আসতে চলেছে ৫ রাশির জীবনে। আপনার রাশি সে তালিকায় রয়েছে? জেনে নিন...

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jun 2025,
  • अपडेटेड 11:20 AM IST
  • রবিবার তৈরি হতে চলেছে চন্দ্র এবং কেতুর গ্রহণ যোগ
  • খারাপ সময় তৈরি হবে ৫ রাশির জীবনে
  • কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?

খারাপ সময় ঘনিয়ে আসবে রবিবার। চন্দ্র এবং কেতু তৈরি করবে অশুভ যোগ। বেশ কিছু রাশিকে থাকবে হবে সাবধানে। 

২৯ জুন অর্থাৎ রবিবার চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে। তাৎপর্যপূর্ণ ভাবে সিংহ রাশিতে আগে থেকেই বিরাজমান রয়েছে কেতু। 

সিংহ রাশিতে চন্দ্র এবং কেতু একসঙ্গে আসার কারণে গ্রহণ যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে গ্রহণ যোগ অত্যন্ত অশুভ ধরা হয়। অশুভ এবং ভয়ঙ্কর ধরা হয় এই যোগকে। 

মনে করা হয়, চন্দ্র এবং কেতু যখনই একসঙঅগে আসে জীবনে মানসিক শান্তি ঘুচে যায়। হয়রানি, ডিপ্রেশন, আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে একাধিক রাশিকে।   

২৯ জুনে হতে চলা চন্দ্র এবং কেতুর সংযোগের ফলে কোন কোন রাশির জাতকদের জীবনে অশুভ সময় নেমে আসবে? 

মেষ: চন্দ্র এবং কেতুক সংযোগের ফলে মেষ রাশির জাতকরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। অনেক টাকা খরচ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রার সময়ে সাবধান হওয়া উচিত। মানসিক সমস্যা দূর করতে গিয়ে বেগ পেতে হবে। 

কর্কট: কর্কট রাশির জাতকরা চাকরি বদল করার ক্ষেত্রে বেশি ভাবনাচিন্তা করবেন না। কারও নিন্দা করবেন না, তাতে আপনার জীবনেই অশনি সংকেত আসতে পারে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকাই মঙ্গল। 

সিংহ: চন্দ্র এবং কেতুর সংযুক্তি সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত অশুভ। আলস্যতা তৈরি হবে। সেভিংসে বেশি মনোযোগ দেওয়া উচিত এই সময়ে। পারিবারিক জীবনেও একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশির জাতকদের। 

মকর: মকর রাশির জাতকদের ব্যবহারে নেতিবাচক ইঙ্গিত পাওয়া যাবে। টাকা পয়সার লেনদেন না করাই ভাল। খরচও কমিয়ে দেওয়া উচিত। যে কাজ করার কথা ভাবছেন সেটির সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। 

মীন: মীন রাশির জাতকরা আর্থিক সমস্যায় জর্জরিত হতে পারেন। বিনিয়োগের জন্য এই সময়টা লাভজনক নয়। স্বাস্থ্যের উপর বিশেষ ভাবে নজর দিন কারণ চন্দ্র ও কেতুর সংযোগ ভাল নয় মীন রাশির জাতকদের জন্য। 

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement