Advertisement

2025 Lucky Zodiac: চন্দ্রের গোচরে আজ থেকেই মালামাল হবে ৩ রাশি, আপনিও আছেন?

2025 Lucky Zodiac: বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নতুন বছরে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে কোন না কোনও রাশির ওপর নিজের শুভ নজর দিতে চলেছে। যার ফলে কিছু শুভ ও কিছু অশুভ যোগ তৈরি হতে চলেছে। সব গ্রহদের মধ্যে চন্দ্র সবথেকে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মানা হয়ে থাকে।

চন্দ্র গোচরে ৩ রাশির পোয়াবারোচন্দ্র গোচরে ৩ রাশির পোয়াবারো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2025,
  • अपडेटेड 9:18 PM IST
  • সব গ্রহদের মধ্যে চন্দ্র সবথেকে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মানা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্রে চন্দ্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। চন্দ্র যখন ঘরবদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি আবার কারোর জন্য শুভ হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। চন্দ্র গ্রহ থেকে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করতে সময় আড়াই দিন। ১৭ জানুয়ারি চন্দ্র গ্রহ স্থান পরিবর্তন করেছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথিতে চন্দ্র দেবতা রাশি পরিবর্তন করেছে। আর এই সময়ে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারাই বা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। এসময় কাজের জায়গায় বড় সুযোগ পাবেন। তাছাড়া অপরিচিত কোনও ব্যক্তি সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। শুভ সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। মাঘ মাসে সাদা তিল, চাল, আটা, চিনি ইত্যাদি দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতে চন্দ্র দেবতা খুশি হওয়ার পাশাপাশি শিব ঠাকুরেরও বিশেষ কৃপা পাবেন আপনি।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় কোনও কাজেই আপনারা পিছিয়ে পড়বেন না। বেসরকারি চাকরি যারা করছেন তাদের বেতন বাড়তে থাকবে। অমীমাংসিত সব কাজ হয়ে যাবে। বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। তাছাড়া সাদা রঙের কাপড় দারিদ্র ব্যক্তিকে দান করুন। এতে চন্দ্র দেবতা খুব খুশি হবেন। যদি পারেন কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করান। এতে চন্দ্র দেবতার বিশেষ কৃপা আপনি পাবেন।

মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের চন্দ্রগ্রহের বিশেষ প্রভাব থাকবে। তাই এই সময় যেকোনও শুভ কাজ করতে পারবেন এই রাশির ব্যক্তিরা। এই সময়ে পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি। এই সময় মন্দিরে গিয়ে কোনও ফল দান করুন। যদি পারেন মরসুমের ফল দান করবেন।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement