Advertisement

Chandra Grahan 2024 Unlucky Zodiac: চন্দ্রগ্রহণের প্রভাবে মাসভর এই ১ রাশির আর্থিক ক্ষতি, 'দুয়ারে বিপদ'

আগামিকাল সকালে ঘটবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ১৮ সেপ্টেম্বর থেকে এক মাস একটি রাশিতে থাকবে চন্দ্রগ্রহণের প্রভাব। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। এর সুতক সময়ও এখানে বৈধ হবে না। চন্দ্রগ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, বুধবার অর্থাৎ আগামী কাল। ভারতীয় সময় অনুযায়ী, এই গ্রহণ চলবে সকাল ৬টা ১২ মিনিট থেকে সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত।

চন্দ্রগ্রহণ ২০২৪চন্দ্রগ্রহণ ২০২৪
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2024,
  • अपडेटेड 11:07 PM IST

আগামিকাল সকালে ঘটবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ১৮ সেপ্টেম্বর থেকে এক মাস একটি রাশিতে থাকবে চন্দ্রগ্রহণের প্রভাব। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। এর সুতক সময়ও এখানে বৈধ হবে না। চন্দ্রগ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, বুধবার অর্থাৎ আগামী কাল। ভারতীয় সময় অনুযায়ী, এই গ্রহণ চলবে সকাল ৬টা ১২ মিনিট থেকে সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত।

জ্যোতিষ মতে এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে মীন রাশিতে। অতএব, এর প্রভাব কেবল মীন রাশিতে প্রায় এক মাস স্থায়ী হতে চলেছে। 

সম্পদ
চন্দ্রগ্রহণের পর মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ক্ষতি হতে পারে। আয়ের উৎস প্রভাবিত হতে পারে। খরচ বাড়তে পারে।

কর্মজীবন
মীন রাশির জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসার ওপরও চন্দ্রগ্রহণের বিরূপ প্রভাব দেখা যেতে পারে। চাকরি সংক্রান্ত সমস্যা দেখা দেবে।

ব্যবসায় লাভের জন্য অনেক চেষ্টা করতে হবে। শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ব্যক্তিদের একাগ্রতা ব্যাহত হতে পারে।

স্বাস্থ্য
মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য খারাপ হতে পারে। রোগ বাড়বে অসুবিধা। পুরনো কোনো রোগ দেখা দিতে পারে। বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নিন।

স্বাভাবিক জীবন
বাড়িতে দারিদ্র্য ও দুঃখ-কষ্ট আসতে পারে। দাম্পত্য জীবনে তিক্ততা দেখা দিতে পারে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে।

চন্দ্রগ্রহণ কতক্ষণ ধরে ঘটবে? (Chandra Grahan 2024 Timing)
১৮ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ প্রতিপদ তিথিতে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এটি সকাল ৬টা ১২ থেকে ১০টা ১৭ পর্যন্ত স্থায়ী হবে। চন্দ্রগ্রহণের সময়কাল হবে ০৫ ঘণ্টা ০৪ মিনিট।

ভারতে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে? (Chandra Grahan 2024 When and where watch in India)
বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলোতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও, এটি ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং অ্যান্টার্কটিকার কিছু জায়গায় দৃশ্যমান।

Advertisement
Read more!
Advertisement
Advertisement