বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ খুব শীঘ্রই হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ পিতৃপক্ষের সময় হতে চলেছে। জেনে রাখুন এই বছর পিতৃপক্ষ শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে, যা সমাপ্ত হবে ২ অক্টোবরে। এরকম অবস্থায় পিতৃপক্ষে চন্দ্রগ্রহণের ছায়া থাকবে, কারণ এই গ্রহণ ১৮ সেপ্টেম্বর সকালে হতে চলেছে। চন্দ্রগ্রহণের সময় চন্দ্রমা মীন রাশিতে বিরাজ করবে। যেখানে আগে থেকেই রাহু রয়েছে। এরকম অবস্থায় রাহু ও চন্দ্রমার যুতিতে গ্রহণ যোগ অনেক রাশির জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে। আসুন জেনে নিই সেই রাশি কারা।
এখানে উল্লেখ্য, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ১৮ সেপ্টেম্বর ভোর ৬টা বেজে ১১ মিনিটে শুরু হবে এবং যেটা থাকবে সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত। এই চন্দ্রগ্রহণের সময় ৪ ঘণ্টা ৬ মিনিট পর্যন্ত।
বৃষ রাশি
চন্দ্রমা এই রাশির একাদশ ঘরে প্রবেশ করবে তাই এই রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার বিশেষ লাভ হতে চলেছে। দীর্ঘ সময় পর্যন্ত কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আচমকা অর্থলাভের যোগ তৈরি হতে পারে। আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগও তৈরি হচ্ছে। বড় ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। পরিবারে দীর্ঘ সময় ধরে চলা সমস্যাও এবার শেষ হতে চলেছে।
বৃশ্চিক রাশি
এই রাশির পঞ্চম ঘরে গ্রহণ যোগ তৈরি হচ্ছে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের শিক্ষা, কেরিয়ার ও ব্যবসায়ীদের বেশ লাভ হতে চলেছে। যদি এই রাশির জাতকেরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে সফলতা পাবেন। মা-বাবার পূর্ণ সহযোগিতা পাবেন। যেটার জন্য নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারবেন আপনি। বাড়ি ও গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। কেরিয়ারের জন্য নতুন কিছু শিখতে পারেন। এটার ফলে কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বে থাকবে।
কুম্ভ রাশি
এই রাশির দ্বিতীয় ঘরে গ্রহণ যোগ তৈরি হচ্ছে। এছাড়াও এই রাশ্র প্রথম ঘরে শনি বিরাজ করছে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের প্রত্য়েক ক্ষেত্রে সফতা অর্জন হবে। তবে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার। নয়তো, হওয়া কাজও বিগড়ে যাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি লাভবান হবেন। পরিবার ও সন্তানের সঙ্গে ভাল সময় কাটাবেন। জীবনে সুখ-সমৃদ্ধি আসবে।