Advertisement

Shani Chandi Paya 2025: চন্দ্রগ্রহণে রুপোর পায়ে হাঁটবেন শনি, ৩ রাশির জীবনে বিরাট পরিবর্তন

চন্দ্রগ্রহণের সময়েই রুপোর পায়ে হাঁটবেন শনি। কোন কোন রাশি অতিক্রম করবেন? রবিবারের পর থেকে ১৫ দিন পর্যন্ত তোলপাড় হবে কোন কোন রাশির জীবনে?

চন্দ্রগ্রহণে শনির রুপোর পাচন্দ্রগ্রহণে শনির রুপোর পা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2025,
  • अपडेटेड 9:17 AM IST
  • রুপোর পায়ে হাঁটবেন শনি
  • চন্দ্রগ্রহণের দিন থেকেই বদলাবে জীবন
  • কোন কোন রাশির উপর প্রভাব?

বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ৭ সেপ্টেম্বর। রবিবারের এই গ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে। এমনকী, কলকাতাবাসীও সাক্ষী থাকতে পারবেন এই মহাজাগতিক দৃশ্যের। হিন্দু ধর্মে এই চন্দ্রগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হয়। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের শেষ চন্দ্রগ্রহণে পিতৃপক্ষের সংযোগও রয়েছে। যার অন্যরকম মাহাত্ম্য রয়েছে। এই গ্রহণে দেখা যাবে ব্লাড মুন। 

এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৯টা ৫৮ মিনিটে। সমাপ্ত হবে মধ্যরাত ১টা ২৬ মিনিটে। অর্থাৎ তখন ৮ সেপ্টেম্বর তারিখ পড়ে যাবে। গ্রহণের প্রভাব সবচেয়ে বেশি পড়বে রবিবার রাত ১১.৪২ মিনিটে। মোট ৩ ঘণ্টা ২৮ মিনিট ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। পঞ্জিকা মতে, চন্দ্রগ্রহণের সূতক কাল ৯ ঘণ্টা আগে থেকেই শুরু হবে। এবং এই গ্রহণের সূতক কাল রবিবার দুপুর ১২.৫৭ মিনিট থেকে শুরু হবে। 

শনির রাশি কুম্ভতে লাগবে এই চন্দ্রগ্রহণ। ফলে এই গ্রহণের সরাসরি প্রভাব সেই রাশিগুলির উপর পড়বে যেখানে শনির কৃপা রয়েছে। জ্যোতিষীরা জানাচ্ছেন, শনিদেব এই সময় কর্কট, বৃশ্চিক এবং কুম্ভ রাশিতে রুপোর পা ধারণ করবেন। ফলে এই ৩ রাশির উপর গ্রহণের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। উল্লেখ্য, 'শনি রুপোর পা' বলতে বোঝায় যখন শনিদেব তার রুপোর পায়ে রাশিচক্র অতিক্রম করেন, যা সাধারণত জাতক-জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি, অর্থপ্রাপ্তি এবং শুভ প্রভাব নিয়ে আসে। 

কর্কট: চন্দ্রগ্রহণের প্রভাবে কর্কট রাশি জাতকরা আগামী ১৫ দিন পর্যন্ত অর্থলাভের সুবর্ণ সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। যে ক্ষেত্রেই অর্থ বিনিয়োগ করবেন, সেখান থেকেই লাভবান হবে। স্বাস্থ্যও এই রাশির জাতকদের ভাল থাকে। পছন্দমতো জায়গায় বদলির সম্ভবনা থাকবে কর্মক্ষেত্রে। 

বৃশ্চিক: চন্দ্রগ্রহণের প্রভাবে বৃশ্চিক রাশির জাতকদের পদন্নোতি হবে। চাকরিক্ষেত্রে প্রমোশনের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন নতুন দিশার উন্মোচন হবে। 

কুম্ভ: বছরের শেষ চন্দ্রগ্রহণ কুম্ভ রাশির জাতকদের ১৫ দিন পর্যন্ত সাবধানে থাকার ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে চাকরি বদল করা উচিত নয় এই রাশির জাতকদের। বড় বিনিয়োগ করতে হলে বুঝে শুনে করা উচিত। স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement