দীর্ঘ কয়েক বছর পর চন্দ্রগ্রহণের দিন বক্রী হতে চলেছে শনি। পূর্বভাদ্র এবং শতভিষা নক্ষত্রে অধিষ্ঠিত থাকবে চাঁদ। তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে চন্দ্রহগ্রহণ। সেই ৩ রাশির গোল্ডেন টাইম শুরু হবে। কোন কোন রাশির জাতক রয়েছে সেই তালিকায়?
বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ৭ সেপ্টেম্বর। রবিবারের ওই গ্রহণের দিন থেকেই পিতৃপক্ষের শুরু। জ্যোতিষীরা জানাচ্ছেন, দীর্ঘ কয়েক বছর পর ওই চন্দ্রগ্রহণের দিনই শনিদেব দুর্লভ সংযোগ তৈরি করবে।
অর্থাৎ বছরের শেষ চন্দ্রগ্রহণের দিন বক্রী থাকবে শনি। গত ১৩ জুলাই শনি কুম্ভ রাশিতে বক্রী হয়েছিল। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থাতেই থাকবে।
তাৎপর্যপূর্ণ ভাবে, আগামী ৭ সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণও কুম্ভ রাশিতেই তৈরি হতে চলেছে। এবং এটি শনিরই রাশি।
চন্দ্রগ্রহণের দিন শনি বক্রী থাকার ফলে কোন কোন রাশির পোয়াবারো? ভাগ্য চমকাবে সোনার মতো?
মিথুন: বছরের শেষ চন্দ্রগ্রহণে শনি বক্রীর সংযোগ মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। ব্যবসা এবং কেরিয়ারে উন্নতি হবে। আর্থিক ভাবে লাভবান হবেন এঁরা। একইসঙ্গে বিনিয়োগেও ফায়দা হবে।
বৃশ্চিক: শনির কৃপায় বৃশ্চিক রাশির জাতকদের বেতন বৃদ্ধি হতে পারে। অপূর্ণ কাজ পূরণ হওয়ার সম্ভাবনা। আচমকা ধনলাভে আর্থিক স্থিতাবস্থা মজবুত হবে।
মীন: মীন রাশির জাতকদের জন্য পদোন্নতি এবং প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হবে। যে কোনও কাজে সাফল্য আসবে। শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফলের সম্ভাবনা রয়েছে। চাকরিরতদের উন্নতি হবে কর্মক্ষেত্রে।