
ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। এই সময় একসঙ্গে অনেক গ্রহ কুম্ভ রাশিতে মিলিত হবে, যার ফলে কিছু রাশির জীবনে বদল দেখতে পাওয়া যাবে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, কুম্ভ রাশিতে প্রথম থেকেই রাহু রয়েছে, উপরন্তু সেখানে শনির সাড়েসাতির প্রভাবও চলছে। ফেব্রুয়ারির শুরুতে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এরপর সূর্য, মঙ্গল ও শুক্র ক্রমশঃ এই রাশিতে এন্ট্রি নেবে। অর্থাৎ একই সময়ে চার প্রধান গ্রহের উপস্থিতি একটা রাশিতে একাধিক নতুন যোগের সৃষ্টি করবে। আসুন দেখে নিই কোন কোন রাশি লাভবান হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় ইতিবাচক সঙ্কেত নিয়ে আসবে। কাজের ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে আর নেতৃত্ব নেওয়ার ক্ষমতা বাড়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবিরা নতুন পরিচয় পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভাল সুযোগ রয়েছে বিনিয়োগ করার। পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস স্বস্তি নিয়ে আসবে। যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, তা ধীরে ধীরে হওয়া শুরু করবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন অথবা ঋণের টাকা কেউ শোধ করে দেবে। চাকরি ও ব্যবসা দুই জায়গাতেই লাভের সঙ্কেত রয়েছে। কোনও বড় কিছু কেনার ইচ্ছে হতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাস বেশ শুভ প্রমাণিত হবে। সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনও সুযোগ সামনে আসবে, তবে সেই সুযোগ তারাই পাবেন, যারা পরিশ্রম করবেন। আর্থিক বিষয়ে আগের থেকে হওয়া লোকসান, এবার শুধরে যাবে। ধৈর্য ও অনুশাসন রাখলে এই সময়ের পূর্ণ লাভ তুলতে পারবেন।