Advertisement

Chaturgrahi Yog 2026: ৩ রাশির চাকরি, ব্যবসায় উন্নতি নিশ্চিত, জানুয়ারিতে তৈরি হচ্ছে মহাশক্তিশালী রাজযোগ

জানুয়ারি ২০২৬-এর মধ্য ভাগে মকর রাশিতে অত্যন্ত দুর্লভ এবং শুভ চতুর্গ্রহী যোগ তৈরি হবে। এই সময় গ্রহের রাজা সূর্য, ধনের কারক গ্রহ শুক্র, বৃদ্ধি-ব্যবসার গ্রহ বুধ এবং সাহসের গ্রহ মঙ্গল এক সঙ্গে মকর রাশিতে বিরাজ করবে। আর এই চার গ্রহের যুতির জন্য লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য রাজযোগ এবং রুচক রাজযোগ তৈরি হবে। এই যোগের দরুন কিছু রাশির কেরিয়ার, ধন, মান-সম্মান এবং সফলতা বৃদ্ধি পাবে। এমনকী জীবনে উন্নতির শেষ থাকবে না। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

চতুর্গ্রহী রাজযোগচতুর্গ্রহী রাজযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 4:12 PM IST
  • জানুয়ারি ২০২৬-এর মধ্য ভাগে মকর রাশিতে অত্যন্ত দুর্লভ এবং শুভ চতুর্গ্রহী যোগ তৈরি হবে
  • এই চার গ্রহের যুতির জন্য লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য রাজযোগ এবং রুচক রাজযোগ তৈরি হবে
  • এই যোগের দরুন কিছু রাশির কেরিয়ার, ধন, মান-সম্মান এবং সফলতা বৃদ্ধি পাবে

জানুয়ারি ২০২৬-এর মধ্য ভাগে মকর রাশিতে অত্যন্ত দুর্লভ এবং শুভ চতুর্গ্রহী যোগ তৈরি হবে। এই সময় গ্রহের রাজা সূর্য, ধনের কারক গ্রহ শুক্র, বৃদ্ধি-ব্যবসার গ্রহ বুধ এবং সাহসের গ্রহ মঙ্গল এক সঙ্গে মকর রাশিতে বিরাজ করবে। আর এই চার গ্রহের যুতির জন্য লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য রাজযোগ এবং রুচক রাজযোগ তৈরি হবে। এই যোগের দরুন কিছু রাশির কেরিয়ার, ধন, মান-সম্মান এবং সফলতা বৃদ্ধি পাবে। এমনকী জীবনে উন্নতির শেষ থাকবে না। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

মেষ রাশি

এই সময়টা দারুণ কাটবে মেষ রাশির। এই রাশির জাতকের চতুর্গ্রহী যোগ কর্ম ভাগে তৈরি হবে। এটা কেরিয়ার এবং কার্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। এই সময় চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। সরকারি ক্ষেত্র, প্রশাসন, পুলিশ এবং প্রযুক্তিগত জায়গায় কর্মরতদের জন্য দারুণ সময় কাটবে। ব্যবসায়ীরা নতুন অর্ডার পেতে পারেন। বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বাড়বে।

বৃষ রাশি

এই রাজযোগ বৃষ রাশির ভাগ্য স্থানে তৈরি হচ্ছে। যার ফলে ভবিষ্যৎ আরও ভাল দিকে যাবে। এতদিন আটকে থাকা কাজ হঠাৎ করেই হয়ে যাবে। পুরনো বিনিয়োগে লাভ পাবেন। উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে পারেন। এমনকী বিদেশ যাত্রাও হতে পারে।

এই সময় গুরু স্থানীয় এবং লিডারদের সাহায্য পাবেন। শুধু তাই নয়, এই যোগের কারণে ধর্মের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হবেন। মানসিক স্থিতি আরও স্থির হবে। এই সময় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। আপনারা শুভ সময়ের মধ্যে দিয়ে যাবেন। হাতে আসতে পারে অনেকটা টাকা।

মকর রাশি

মকর রাশির জাতকেরাও এই সময়টা ভাল কাটাবেন। আপনাদের হাতেও টাকার অভাব হবে না। পাশাপাশি ব্যক্তিত্ব নতুন রূপ নেবে। বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। কেরিয়ার, ধন, স্বাস্থ্য ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। চাকরিতে বড় পদ পাবেন। যাঁরা রাজনীতি এবং প্রশাসনের সঙ্গে যুক্ত, তাঁরা বিশেষ লাভ পাবেন। ব্যবসা শুরুর জন্য এই সময়টা শুভ। তাই কোনও চিন্তা মাথায় নিয়ে কাজ নেই।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement