Chaturgrahi Yog 2025: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। মার্চ মাসের শুরুতে বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। মার্চ মাসের শুরুতেই চন্দ্র ,রাহু, বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’।
৫০ বছর এই গ্রহরা একসঙ্গে এই শুভ তৈরি করবে, এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, মনের মানুষের সঙ্গে তাদের দেখা হবে। কাদের চাকরি থেকে ব্যবসায় লাভ হবে, জানুন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির অষ্টম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অপ্রত্যাশিত লাভ করতে পারেন। এই সময় আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আপনার বাড়বে। ব্যবসার ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। আপনি যদি নতুন কোনও পাইকারি ব্যবসা করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার পরিবেশ আপনার দিকেই থাকবে। এই শুভ যোগের প্রভাবে আপনি ব্যবসায় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। তাছাড়া আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। এ সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। শেয়ার বাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়বে। তাছাড়া আপনার এই সময়ে অর্থপ্রাপ্তি নিশ্চিত। এসময় আপনি যে নতুন কোনও সোনা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে। তাছাড়া আপনি নতুন সম্পত্তি বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন। যারা বেকার রয়েছেন, তাদের চাকরি পাওয়ার সুযোগ পাবেন। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এ সময় বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। আপনার স্ত্রীর সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না।