Advertisement

4 Yoga Rashifal: ৪টি দুর্লভ যোগ একসঙ্গে, ১৭ জানুয়ারি থেকে কপাল ঘুরছে ৫ রাশির

4 Yoga Rashifal: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শেষবার দেখা গিয়েছিল এমন যোগ। এবার এই চার গ্রহ একসঙ্গে তৈরি করবে চতুর্গ্রহী যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য রাজযোগ, রুচক রাজযোগ। জানুন, ১৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি কারা সবচেয়ে বেশি লাভের মুখ দেখবেন।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 10:49 PM IST

4 Yoga Rashifal: ২০২৬ সালের শুরুতেই আকাশে তৈরি হতে চলেছে এক দুর্লভ গ্রহ-সমম্বয়। প্রায় ২৪ মাস পরে আবার মকর রাশিতে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি কাটতেই সূর্য, শুক্র, বুধ ও মঙ্গল একই রাশিতে পাশাপাশি বসবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে শেষবার দেখা গিয়েছিল এমন যোগ। এবার এই চার গ্রহ একসঙ্গে তৈরি করবে চতুর্গ্রহী যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য রাজযোগ, রুচক রাজযোগ। জানুন, ১৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি কারা সবচেয়ে বেশি লাভের মুখ দেখবেন।

মেষ রাশি:
কেরিয়ারে বড় সাফল্যের ইঙ্গিত। মেষ রাশির দশম ঘরে তৈরি হবে শুভ যোগ। এই সময় চাকরিতে উন্নতির সম্ভাবনা। সমাজে সম্মান বাড়বে। সরকারি প্রকল্প থেকে লাভ হবে। সরকারি চাকরির প্রস্তুতিতে সাফল্য। পুরনো প্রচেষ্টার ফল মিলতে পারে। 

বৃষ রাশি:
সৌভাগ্য পাশে থাকবে। বৃষ রাশির নবম ঘরে মিলন চার গ্রহের। এই সময়ে দূর ভ্রমণের যোগ রয়েছে।বিদেশে পড়াশোনার সম্ভাবনা ষোলআনা। বাবার সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, ভাগ্যচক্র সহায়ক হবে।

কর্কট রাশি: দাম্পত্যে শান্তি, ব্যবসায় লাভ। কর্কট রাশির সপ্তম ঘরে শুভ গ্রহের প্রভাব। এই সময় দাম্পত্য সম্পর্ক মজবুত। পার্টনারশিপ ব্যবসায় সাফল্য। জনপ্রিয়তা বাড়বে চারিদিকে। দীর্ঘ অসুখ থেকে মুক্তি। নতুন ব্যবসা শুরু করার সঠিক সময়।

কন্যা রাশি:
পড়াশোনা ও সৃজনশীলতায় সাফল্য। কন্যা রাশির পঞ্চম ঘরে বিরল যোগ তৈরি হচ্ছে। ফলে পড়াশোনায় সাফল্য। সন্তানকে ঘিরে সুখবর, সৃজনশীলতায় সবার নজর কাড়বেন। মনে শান্তি থাকবে। বিদেশি বাণিজ্যে লাভ হবে।

মকর রাশি:
সর্বাধিক উপকার পাবেন আপনিই। চতুর্গ্রহী যোগ মকর রাশিতেই গঠিত হচ্ছে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে।কেরিয়ারের উন্নতি, আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। অর্থনৈতিকভাবে লাভ হবে। জনপ্রিয়তা বাড়বে। বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে।


 

Read more!
Advertisement
Advertisement