Advertisement

Shanidev Life Tips: রোজকার জীবনের এই কাজগুলি করলে রুষ্ট হন শনিদেব, নেমে আসে রোষদৃষ্টি

Shanidev Life Tips: শনিদেবের রোষ থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আমরা বহুসময়েই চিন্তিত থাকি। হিন্দু ধর্মে শনিকে কর্মফলদাতা দেবতা বলে মনে করা হয়। মান্যতা অনুযায়ী, প্রতিটি মানুষের কর্ম অনুযায়ী শনি ফল দেন। কেউ যদি সৎ পথে চলে, শ্রম করে জীবন গড়ে তোলে, তাঁকে শনি আশীর্বাদ দেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 6:49 PM IST

Shanidev Life Tips: শনিদেবের রোষ থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আমরা বহুসময়েই চিন্তিত থাকি। হিন্দু ধর্মে শনিকে কর্মফলদাতা দেবতা বলে মনে করা হয়। মান্যতা অনুযায়ী, প্রতিটি মানুষের কর্ম অনুযায়ী শনি ফল দেন। কেউ যদি সৎ পথে চলে, শ্রম করে জীবন গড়ে তোলে, তাঁকে শনি আশীর্বাদ দেন। কিন্তু প্রতিদিনকার জীবনে কিছু অভ্যাস এমন আছে, যেগুলি করলে শনি রুষ্ট হন। তখন জীবনে নেমে আসে সংকট, অর্থনৈতিক সমস্যা, মানসিক উদ্বেগ, এমনকি পরিবারেও অশান্তির সৃষ্টি হয়।

আজ জেনে নিন, দৈনন্দিন জীবনে কোন কাজগুলি করলে শনির কুপিত দৃষ্টি পড়ে এবং কীভাবে তা এড়ানো যায়।

১. অন্যায়ভাবে কারও ক্ষতি করা

কাউকে ঠকানো, প্রতারণা করা বা অকারণে কারও ক্ষতি করা—এই কাজগুলি করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন। বিশেষত যারা শ্রমজীবী, গরিব বা অসহায় মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাদের প্রতি শনি বিশেষভাবে কুপিত হন। কর্মস্থলে অধস্তন বা সহকর্মীদের অপমান করলেও তার ফল ভুগতে হয়।

২. পরিশ্রম এড়িয়ে যাওয়া

শনিদেব পরিশ্রমকে খুবই গুরুত্ব দেন। যাঁরা অলস, কাজকর্ম না করে কেবল ভাগ্যের উপর ভরসা করেন, তাদের উপর শনির কৃপা থাকে না। জীবনে উন্নতি পেতে হলে নিয়মিত পরিশ্রম করতে হবে।

৩. শনিবারে মদ্যপান ও মাংস খাওয়া

শনিবারে মদ্যপান, মাংস খাওয়া বা ধূমপানের মতো অভ্যাস করলে শনিদেব বিরক্ত হন। বিশেষ করে শনিবার শনিদেবের পুজোর দিন হিসেবে ধরা হয়। ওই দিনে সতর্কতা অবলম্বন না করলে জীবনে দুর্ভোগ নেমে আসতে পারে।

৪. কালো পোশাক বা তেল দান না করা

শনিদেবকে তুষ্ট করার জন্য অনেকেই শনিবারে কালো পোশাক পরেন ও তিল, কালো তিলের তেল দান করেন। কিন্তু যারা কোনওদিন কিছু দান করেন না, বিশেষত শনিবারেও না, তাদের জীবনে শনির রোষ আরও তীব্র হতে পারে।

৫. বৃদ্ধ ও গরিবদের অবহেলা

বৃদ্ধ, গরিব বা প্রতিবন্ধীদের অবজ্ঞা করা বা সাহায্য না করা—এই অভ্যাসগুলি শনি অপছন্দ করেন। শাস্ত্র বলে, শনি বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের রক্ষা করেন। তাদের অবহেলা করলে সেই পাপের ফল ভোগ করতে হয়।

Advertisement

শনিদেবের কৃপা পেতে কী করবেন?

শনির কৃপা পেতে হলে সৎ পথে চলা, পরিশ্রম করা এবং গরিব, অসহায় মানুষদের সাহায্য করাই শ্রেষ্ঠ উপায়। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে তিল, কালো কাপড়, লৌহ, তেল দান করলে শনির রোষ কমে। এছাড়াও হনুমান চালিশা পাঠ ও শিবের আরাধনাও কার্যকরী।

জীবনে উন্নতি চাইলে শনির রোষ থেকে বাঁচতে হবে। প্রতিদিনের জীবনে যদি আমরা সততা, নম্রতা ও সহানুভূতি বজায় রাখি, তাহলে শনিদেবের আশীর্বাদে জীবনে সাফল্য, শান্তি ও সমৃদ্ধি আসতে বাধ্য।

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Read more!
Advertisement
Advertisement