Advertisement

Brihaspati Uday In Mithun 2025: ২ দিন পর মিথুনে গুরুর উদয়, মালামাল হবেন এই রাশির জাতকরা

অপেক্ষা আর মাত্র ২ দিনের। মিথুনে উদয় হবে দেবগুরু বৃহস্পতি। কয়েকটি রাশির জাতকদের জন্য বাম্পার লাভের সুযোগ। আর্থিক অবস্থার উন্নতির তালিকায় কারা?

মিথুনে উদয় গুরুর মিথুনে উদয় গুরুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2025,
  • अपडेटेड 10:12 AM IST
  • ২ দিন পর মিথুনে উদয় হবে গুরু
  • কয়েকটি রাশির জীবন বদলে যাবে
  • তালিকায় কোন কোন রাশি?

২ দিন পর গুরু মিথুন রাশিতে উদয় হবে। একাধিক রাশির জীবনে হবে ধনবর্ষা। চমকাবে ভাগ্য।

৯ জুলাই রাত ১০টা ৫০ মিনিটে মিথুন রাশিতে উদয়হবে গুরু। গুরুকে বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি নামে চিহ্নিত করা হয়।

বৈদিক জ্যোতিষ নিয়ম অনুসারে, দেবগুরু বৃহস্পতিকে সুখ-সমৃদ্ধি, জ্ঞান এবং অধ্যাবসায়ের কারক মনে করা হয়। মানা হয়, যখনই কুণ্ডলীতে বৃহস্পতির স্থিতি ভাল হয় তখনই কয়েকটি রাশির জাতকের জীবন প্রভূত উন্নতি হয়।

জ্যোতিষীরা মনে করেন, দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে উদয় কয়েকটি রাশির জন্য অত্যন্ত লাভজনক।

মেষ: মেষ রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল। আচমকাই লাভবান হতে পারেন এঁরা। গুরুর কৃপায় আর্থিক লাভ হবে, জীবনে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করবে। একইসঙ্গে একাধিক সুখবর মিলবে। যা জীবনে খুশি নিয়ে আসবে।

মিথুন: মিথুন রাশির জাতকদের জীবনে সাফল্য আসবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন তাঁরা। কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং এঁদের জীবনে উন্নতি লাভের সুযোগ আসবে।

সিংহ: সিংহ রাশির জাতকদের জন্য গুরুর উদয় অত্যধিক গুরুত্বপূর্ণ। তাঁদের পরিশ্রমের ফসল হিসেবে সাফল্য অর্জন করবেন। যত বেশি প্রচেষ্টা করবেন ততটাই সাফল্য প্রাপ্ত করবেন এই রাশির জাতকরা। ব্যবসায়ীদের জন্য এই সময়টা অনুকূল। ব্যবসায় উন্নতি এবং প্রগতি লাভ হবে। একইসঙ্গে জীবনের সমস্ত সমস্যা এবং জট ধীরে ধীরে সমাপ্ত হবে। জীবনে শান্তি-সুখ আসবে।

তুলা: তুলা রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে এঁদের। উন্নতির নতুন নতুন দিশা উন্মোচন হবে। কেরিয়ারে উন্নতি হবে।

কুম্ভ: চাকরির নতুন পথ খুলে যেতে পারে কুম্ভ রাশির জাতকদের জন্য। কেরিয়ারে উন্নতি হবে। আর্থিক লেনদেনে ভাল লাভ হবে। আর্থিক অবস্থা মজবুত হবে।

 

 

 

 

 

Read more!
Advertisement
Advertisement