Advertisement

Devguru Favourite Zodiacs: যা ছুঁয়ে দেন তাই-ই সোনা, ৪ রাশির কোষ্ঠীতে বৃহস্পতি থাকে তুঙ্গে

দেবগুরুর কৃপা থাকে ৪ রাশির উপরে। এই ৪ রাশির জাতক-জাতিকারা সহজেই সম্পদ, সাফল্য এবং মানসিক শান্তি লাভ করেন। দেবগুরুর আশীর্বাদে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করেন জাতক-জাতিকারা। চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে প্রভুত উন্নতি করেন।

বৃহস্পতির রাশিফলবৃহস্পতির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 9:40 PM IST
  • দেবগুরুর প্রিয় ৪ রাশি।
  • জীবনে সবসময় উন্নতি করেন।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে দেবগুরু হলেন বৃহস্পতি। তিনি জ্ঞান, সম্পদ, ধর্ম এবং ভাগ্যের গ্রহ। জীবনে সাফল্য, সুখ এবং সমৃদ্ধি মেলে দেবগুরু সদয় হলে। কোনও ব্যক্তির কোষ্ঠীতে দেবগুরুর অবস্থান শুভ হলে কোনও কাজেই বাধা আসে না। অগ্রগতি লাভ করবেন সব কাজে। দেবগুরুর কৃপা থাকে ৪ রাশির উপরে। এই ৪ রাশির জাতক-জাতিকারা সহজেই সম্পদ, সাফল্য এবং মানসিক শান্তি লাভ করেন। দেবগুরুর আশীর্বাদে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করেন জাতক-জাতিকারা। চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে প্রভুত উন্নতি করেন। চলুন জেনে নেওয়া যাক দেবগুরুর আশিস কোন কোন রাশির উপরে থাকে। 

কর্কট রাশি- দেবগুরু বৃহস্পতির আশিস সবসময় থাকে কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর। তাঁদের জীবন যতই অসুবিধায় পূর্ণ হোক না কেন সর্বদা দেবগুরুর আশীর্বাদ পান। এই রাশি জাতক-জাতিকারা চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব প্রাপ্তি, পরিবারে সুখ এবং সন্তান সুখে সহজেই পান। ভাগ্যও বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের সহায়তা করে। আয়ের ধারাবাহিক বৃদ্ধি ঘটে।

সিংহ রাশি- সিংহ রাশির অধিপতি হলেন সূর্যদেব। সূর্য ও বৃহস্পতির স্বাভাবিক বন্ধুত্ব। এই কারণে সিংহ রাশির জাতক-জাতিকারাও বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত হন। এই রাশির জাতক-জাতিকারা সহজাত নেতৃত্বের ক্ষমতায় সমৃদ্ধ হন। তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। তাঁদের ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব থাকে। গুরুর আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকারা শিক্ষা, কর্মজীবন এবং সমাজে উচ্চপদ অর্জন করেন। এই রাশির জাতক-জাতিকারা জীবনে নাম, খ্যাতি এবং সম্পদ অর্জন করেন। জীবন অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

ধনু রাশি- এই রাশির জাতক-জাতিকাদের থাকে নেতৃত্বগুণ। দেবগুরুর গভীর প্রভাব সবচেয়ে বেশি। ধনু রাশির জাতক-জাতিকারা নীতি, ধর্ম এবং জ্ঞানের পথ অনুসরণ করেন। এই রাশির জাতক-জাতিকারা সৃজনশীল এবং স্বাধীন চিন্তাভাবনা করেন। দেবগুরুর কৃপায় এই রাশির জাতক-জাতিকারা তাঁদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করেন। তাঁরা বিপুল সম্পত্তি অর্জন করেন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি থাকে। ধনু রাশির জাতক-জাতিকারা সব কাজে উৎসাহী হন। সর্বদা নতুন কাজে সাফল্য লাভের চেষ্টা করেন।

Advertisement

মীন রাশি- এই রাশির উপরে সদয় থাকবে দেবগুরু বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা হন সংবেদনশীল, শৈল্পিক এবং আধ্যাত্মিক প্রকৃতির। গুরুর আশীর্বাদ তাঁদের মানসিক শান্তি, আধ্যাত্মিক ভারসাম্য এবং বস্তুগত সমৃদ্ধি লাভ হয়। মীন রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে অপ্রত্যাশিত সুযোগ, সুস্বাস্থ্য এবং মানসিক তৃপ্তি লাভ করে। এই রাশি আধ্যাত্মিকতায় মন থাকে। তাঁরা জীবনে সত্যিকারের সুখ অর্জন করেন। কোনও টেনশন থাকে না। 

Read more!
Advertisement
Advertisement