Advertisement

Devshayani Ekadashi: যোগনিদ্রায় শ্রীহরি, দেবশয়নী একাদশীতে মা লক্ষ্মীর কৃপা পাবেন ৪ রাশি

Devshayani Ekadashi: এই বছর দেবশয়নী একাদশী শুরু হচ্ছে ৬ জুলাই থেকে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর দিন থেকে দেবশয়নী, হরিশয়নী ও পদ্মনাভা একাদশী বলেও ডাকা হয়। দেবশয়নী একাদশী থেকে শ্রীহরি যোগনিদ্রা অর্থাৎ শয়নকালে চলে যাবেন।

দেবশয়নী একাদশীদেবশয়নী একাদশী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2025,
  • अपडेटेड 7:08 PM IST
  • এই বছর দেবশয়নী একাদশী শুরু হচ্ছে ৬ জুলাই থেকে।

এই বছর দেবশয়নী একাদশী শুরু হচ্ছে ৬ জুলাই থেকে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর দিন থেকে দেবশয়নী, হরিশয়নী ও পদ্মনাভা একাদশী বলেও ডাকা হয়। দেবশয়নী একাদশী থেকে শ্রীহরি যোগনিদ্রা অর্থাৎ শয়নকালে চলে যাবেন। যার মেয়াদ আগামী চার মাস। এই কারণে একে হরিশয়নী একাদশীও বলা হয়ে থাকে। তবে এই বছরের দেবশয়নী একাদশীকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ বুধ, গুরু ও শুক্রের মতো বড় গ্রহরা চাল বদল করবে। এছাড়াও সাধ্য যোগ, ত্রিপুষ্কর যোগ ও রবি যোগের মতো শুভ সংযোগ তৈরি হবে। যা কিছু রাশির জন্য ভাল সময় নিয়ে আসবে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য দেবশয়নী একাদশী খুবই শুভ পরিণাম নিয়ে আসবে। সম্পত্তি কেনার সুযোগ পাবেন। পরিবারের সহযোগিতা পাওয়া যাবে। আর্থিক লাভ হবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকেরা পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমাজে তাদের প্রতিষ্ঠা বাড়বে। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়কাল অনুকূল। আর এদের ভাল পরিণাম প্রাপ্তি হবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই সময়কাল খুবই ভাল যাবে। নতুন কাজের সূচনার জন্য এই সময়টা খুবই ভাল। চাকরি ও ব্যবসায় প্রগতি আসবে ও তা ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কন্যা রাশি
কন্যা রাশির মানুষদের জন্য এই সময়টা খুবই শুভ পরিণাম দিতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় এধের আর্থিক লাভের সম্ভাবনা আছে। এদের জাগতিক সুখ প্রাপ্ত হবে। এরই সঙ্গে বৈবাহিক জীবন মধুর হবে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি অনুভূত হবে।  

Read more!
Advertisement
Advertisement