Advertisement

Dhanteras Rashifal 2025: ধনতেরাসে চোখ বন্ধ করে সোনা-রুপো কিনবেন না, রাশি বুঝে না কিনলে বিপদ

Dhanteras Rashifal 2025: ধনতেরাস শুধু কেনাকাটার উৎসব নয়, এটি শুভ শক্তি আহ্বানের দিন। রাশি অনুযায়ী সঠিক জিনিস কেনার মাধ্যমে আপনি শুধু দেবী লক্ষ্মীর আশীর্বাদই পাবেন না, বরং জীবনে সমৃদ্ধি ও স্থিতিও অর্জন করতে পারবেন।

ধনতেরাসে চোখ বন্ধ করে সোনা-রুপো কিনবেন না, রাশি বুঝে না কিনলে বিপদধনতেরাসে চোখ বন্ধ করে সোনা-রুপো কিনবেন না, রাশি বুঝে না কিনলে বিপদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 5:15 PM IST

দীপাবলির দু’দিন আগে পালিত হয় ধনতেরাস। জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটিকে ধন ও ঐশ্বর্যের উৎসব বলা হয়। কারণ কথিত আছে, সমুদ্রমন্থনের সময় এই দিনেই অমৃতপাত্র হাতে আবির্ভূত হয়েছিলেন ভগবান ধন্বন্তরী। তাই এই দিনে তাঁর সঙ্গেই পূজিত হন দেবী লক্ষ্মী ও ভগবান কুবের।

ধনতেরাস শুধু কেনাকাটার উৎসব নয়, এটি শুভ শক্তি আহ্বানের দিন। রাশি অনুযায়ী সঠিক জিনিস কেনার মাধ্যমে আপনি শুধু দেবী লক্ষ্মীর আশীর্বাদই পাবেন না, বরং জীবনে সমৃদ্ধি ও স্থিতিও অর্জন করতে পারবেন।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসের দিনে কিছু বিশেষ বস্তু কিনলে বছরের বাকি সময় জুড়ে বাড়িতে অর্থ ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। অনেকে সোনা, রুপো, বাসনপত্র, এমনকি ঝাঁটাও কেনেন, কারণ প্রতিটি জিনিসের সঙ্গেই জড়িয়ে আছে আলাদা জ্যোতিষীয় তাৎপর্য। দেখে নিন রাশি অনুযায়ী ধনতেরাসে কী কিনলে মিলবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা ধনতেরাসের দিনে রুপোর পাত্র বা রুপোর গয়না কিনলে শুভ ফল পাবেন। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ঘরে অর্থপ্রবাহ বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সাদা কাপড় বা রুপোর বাটি কেনা অত্যন্ত শুভ। এতে বিষ্ণু ও লক্ষ্মী উভয়ের আশীর্বাদ লাভ হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা এদিন পিতলের তৈরি জিনিস কিনলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। তবে ভুলেও রুপোর জিনিস কিনবেন না।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য রুপোর মুদ্রা বা সাদা বস্ত্র কেনা শুভ। এতে অর্থভাগ্য বাড়বে, পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকারা ধনতেরাসের দিনে ঝাঁটা বা সোনার গয়না কিনতে পারেন। এতে পরিবারের মধ্যে শুভ শক্তির আগমন ঘটে, এবং ব্যবসা বা চাকরিক্ষেত্রে লাভ বৃদ্ধি পায়।

Advertisement

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য জমি, ফ্ল্যাট বা গয়না কেনা অত্যন্ত মঙ্গলজনক। সম্পত্তি সংক্রান্ত কাজে শুভ ফল আসবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য ধনতেরাসে ঝাঁটা কেনা শুভ বলে ধরা হয়। মা লক্ষ্মীর সঙ্গে ঝাঁটার প্রতীকী সম্পর্ক রয়েছে—এটি কিনলে নেতিবাচক শক্তি দূর হয়ে সৌভাগ্য প্রবেশ করে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকারা এদিন ধনে বীজ বা ধনে গাছ কিনে আনলে সারা বছর আর্থিক স্থিতি বজায় থাকবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য গণেশ মূর্তি বা শ্রীযন্ত্র কেনা অত্যন্ত শুভ। এতে বাধা দূর হবে ও অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পাবে।

মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা ধনতেরাসে হলুদ বস্ত্র, হলুদ ধাতুর জিনিস বা হলুদ রঙের পাত্র কিনুন। এতে সম্পদের দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য লক্ষ্মী-গণেশের যুগল মূর্তি বা রুপোর পাত্র কেনা শুভ। এতে জীবনে নতুন সুযোগ ও অর্থবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়।

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সোনা বা পিতলের পাত্র কেনা সর্বাধিক শুভ। এতে সম্পদ বৃদ্ধি, শান্তি ও সমৃদ্ধি আসে।

 

Read more!
Advertisement
Advertisement