Advertisement

Dharmik Yoddha Yog 2026: ৬ রাশির গোল্ডেন টাইম শুরু, গুরু-মঙ্গলে তৈরি হচ্ছে ধার্মিক যোদ্ধা যোগ

গ্রহের সেনাপতি হল মঙ্গল। এই গ্রহ এখন ধনু রাশিতে রয়েছে। আর গুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। আর ১০ জানুয়ারি ২০২৬ মঙ্গল এবং গুরু একে অপরের ১৮০ ডিগ্রি কোণে পৌঁছে যাবে। আর এই কৌণিক অবস্থানই জ্যোতিষ শাস্ত্র মতে কিছু রাশির জন্য শুভ সময় বয়ে আনতে পারে। আর এই যোগকেই ধার্মিক যোদ্ধা যোগ বলা হয়।

ধার্মিক যোদ্ধা যোগধার্মিক যোদ্ধা যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 2:56 PM IST
  • গ্রহের সেনাপতি হল মঙ্গল
  • গুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে
  • এই যোগকেই ধার্মিক যোদ্ধা যোগ বলা হয়

গ্রহের সেনাপতি হল মঙ্গল। এই গ্রহ এখন ধনু রাশিতে রয়েছে। আর গুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। আর ১০ জানুয়ারি ২০২৬ মঙ্গল এবং গুরু একে অপরের ১৮০ ডিগ্রি কোণে পৌঁছে যাবে। আর এই কৌণিক অবস্থানই জ্যোতিষ শাস্ত্র মতে কিছু রাশির জন্য শুভ সময় বয়ে আনতে পারে। আর এই যোগকেই ধার্মিক যোদ্ধা যোগ বলা হয়।

এখন প্রশ্ন হল, কারা সেই ৬ রাশি, যাঁদের জীবনে ভাল সময় আনবে এই যোগ? আসুন জেনে নেওয়া যাক-

মেষ রাশি

এই সময়টা দারুণ কাটবে মেষ রাশির। আপনারা জীবনে চলার পথে সাহস দেখাতে পারবেন। মনের শক্তি বাড়বে এই সময়। পাশাপাশি পারিবারিক সম্পত্তি পেতে পারেন। এছাড়া কেরিয়ারেও হতে পারে উন্নতি। তাই ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।

বৃশ্চিক রাশি

এই যোগের কারণে জীবনে লাভ পাবেন বৃশ্চিক রাশির জাতকেরা। আপনারা জীবনে এগিয়ে যাবেন। ধন লাভ হবে দ্রুত। হঠাৎ করে হাতে আসতে পারে অনেকটা টাকা। এছাড়া আত্মবিশ্বাসও বাড়বে এই সময়। তাই এবার পয়সার চিন্তা ছাড়ুন।

ধনু রাশি

ধনু রাশির স্বামী গ্রহ হল বৃহস্পতি। আর গুরু মঙ্গলে প্রবেশ করছে। যার ফলে এই সব জাতকদের মধ্যে সাহস বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, বড় কোনও কাজও এই সময় হয়ে যাবে। আপনার ভাগ্য ফিরবে। যাঁরা উচ্চ শিক্ষায় যেতে চান, তাঁরা সেই সুযোগ এই সময় পেয়ে যাবেন। তাই চিন্তা ছেড়ে প্ল্যান করুন ঠিক ঠাক।

মকর রাশি

এই যোগের জন্য ভাল সময় কাটবে মকর রাশির। আপনারা জীবনে উন্নতি করবেন। শুধু তাই নয়, কেরিয়ারে এগিয়ে যাবেন। যাঁদের চাকরি নেই, তাঁরা এই সময় চাকরি পেতে পারেন। সুতরাং মকর রাশিদের জন্য এই সময়টা দারুণ হতে চলেছে।

কুম্ভ রাশি

আপনাদের জীবনে উন্নতি প্রায় নিশ্চিত। শুধু পরিকল্পনা ঠিক থাকলেই এগিয়ে যাবেন। এছাড়া এই সময় আপনার হাতে আসতে পারে টাকা। আত্মবিশ্বাসও বৃদ্ধি পেতে পারে। তাই কুম্ভ রাশির জাতকরা এই সময় আনন্দ করে কাটাতেই পারেন।

Advertisement

মীন রাশি

এই যোগের জন্য মীন রাশিও জীবনে এগিয়ে যাবে। এই গ্রহ জীবনে আধ্যাত্মিক উন্নতি আনবে নিশ্চিত। সেই সঙ্গে ধন লাভ হওয়ারও রয়েছে সম্ভাবনা। পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ কাজ এখন হয়ে যাবে। জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement