শনিদেব(Shani Dev) ন্যায়বিচার এবং কর্মফলের দেবতা। মানুষের কাজের ওপর ভিত্তি করে শাস্তি বা পুরস্কার প্রদান করেন বড়বাবা। শনির রোষে পড়লে জীবনে নানা সমস্যা ও দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। তবে এটা ঠিক রোষ নয়, এটা কিন্তু জাতক-জাতিকার কর্মফল। তাই কিছু বিশেষ কাজ থেকে বিরত থাকলে শনিদেবের কৃপা পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কোন কাজগুলি শনিদেবের রোষ ডেকে আনে।
মিথ্যা বলা বা প্রতারণা করা শনিদেবের রোষে আসার সবচেয়ে সহজ উপায়। যারা অন্যকে ধোঁকা দেয়, তারা শনিদেবের ক্রোধের শিকার হয়। সততা বজায় রাখলে শনিদেবের আশীর্বাদ পাওয়া সহজ হয়।
শনিদেব কর্মঠ মানুষদের পছন্দ করেন। অলসতা বা কর্মবিমুখতা তাঁর কাছে অত্যন্ত অপছন্দের। পরিশ্রম এবং দায়িত্বপূর্ণ কাজের মাধ্যমে শনিদেবকে সন্তুষ্ট রাখা সম্ভব।
গরিব এবং অসহায় মানুষদের প্রতি অবহেলা বা তাদের অপমান করলে শনিদেব অসন্তুষ্ট হন। তাদের পাশে দাঁড়ানো এবং সহায়তা করা শনিদেবের কৃপা লাভের অন্যতম পথ।
গুরুজন এবং শিক্ষকদের প্রতি অসম্মান প্রদর্শন শনিদেবের রোষের কারণ হতে পারে। গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শনিদেবকে সন্তুষ্ট করার একটি সহজ উপায়।
অন্যের সম্পত্তি বা অধিকার নিয়ে অন্যায় করা শনিদেবের রোষ ডেকে আনে। ন্যায়বিচার এবং সৎ পথে থাকলে শনিদেবের কৃপা লাভ করা যায়।
অপ্রয়োজনীয় ঋণ নেওয়া এবং তা পরিশোধে গাফিলতি করলে শনিদেব অসন্তুষ্ট হন। ঋণমুক্ত জীবনযাপন করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।
কৃষকরা আমাদের অন্নদাতা। তাঁদের প্রতি অবিচার করা শনিদেবের কাছে গুরুতর অপরাধ। কৃষকদের সম্মান করলে এবং তাদের প্রতি ন্যায়বিচার করলে শনিদেব সন্তুষ্ট থাকেন।
ঝগড়া এবং বিবাদ সৃষ্টি করা শনিদেব পছন্দ করেন না। শান্তি বজায় রেখে এবং ঝগড়া এড়িয়ে চললে শনিদেবের কৃপা পাওয়া যায়।
সততা এবং ন্যায়ের পথে থাকলে শনিদেবের রোষ থেকে বাঁচা সম্ভব। তাঁর কৃপায় জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সফলতা আসতে পারে।