Advertisement

1st January 2023 Dress Color Tips According To Astrology : পয়লা জানুয়ারি রাশি অনুযায়ী বেছে নিন পোশাকের রং, সারা বছর পকেট থাকবে গরম

Dress Colour Tips According To Rashi On 1st January 2023 : সামনেই আসছে ২০২৩ সাল। সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছরের প্রথম দিন রাশি অনুযায়ী নির্দিষ্ট রঙের পোশাক পরলে, গোটা বছরটাই যাবে ভাল। থাকবে না কোনও আর্থিক সংকটও। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Dec 2022,
  • अपडेटेड 7:46 AM IST
  • নতুন বছরের প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ
  • রাশি আনুযায়ী বাছুন পোশাকের রং
  • সারা বছর দারুণ কাটবে

কথায় বলে দিনের শুরুটাই বলে দেয় যে গোটা দিনটা কেমন যাবে। ঠিক তেমনই অনেকেই মনে করেন যে, বছরের প্রথম দিনটাই ইঙ্গিত দেয়, গোটা বছরটা কেমন যাবে। আর সামনেই আসছে ২০২৩ সাল। সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছরের প্রথম দিন রাশি অনুযায়ী নির্দিষ্ট রঙের পোশাক পরলে, গোটা বছরটাই যাবে ভাল। থাকবে না কোনও আর্থিক সংকটও। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেষ - এই রাশির জাতিকদের জন্য লাল রঙের পোশাক হতে চলেছে শুভ। তাই ওই দিন লাল রঙের পোশাক পরতে পারেন। তবে কালো রঙের পোশাক এড়িয়ে চলুন। 

বৃষ - এই রাশির মানুষেরা সাদা, গোলাপি ও ক্রিম রঙের পোশাক পরুন। একইসঙ্গে লাল রঙের পোশাক এড়িয়ে চলুন। 

আরও পড়ুন

মিথুন - এই রাশির জাতক জাতিকারা সবুজ রঙের পোশাক পরুন। তাতে গোটা বছর ভাল যাবে ও সৃজনশীলতা বাড়বে। 

কর্কট - বছররে প্রথম দিন পরুন হলুদ বা সবুজ রঙের পোশাক। এর ফলে ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে। তবে কোনওভাবেই কালো রঙের পোশাক পরবেন না। 

সিংহ - এই রাশির মানুষেরা পয়লা জানুয়ারি পরুন লাল বা জাফরান রঙের পোশাক। এছাড়া হলুদা বা সোনালি রঙের পোশাকও পরতে পারেন। এর মধ্যে যে কোনও একটি পরলেই খুশি হবেন দেবী লক্ষ্মী। 

কন্যা - বছরের শুরুটা হালকা নীল, হালকা গোলাপি বা সবুজ রঙের পোশাক দিয়ে করতে পারেন। তবে লাল রঙের পোশাক পরবেন না। 

তুলা - এই রাশির মানুষদের জন্য নীল রং সবচেয়ে শুভ। তাই বছরের শুরুটা এই রঙের পোশাক দিয়ে করতেপ পারেন। তবে কালো, সাদা বা লাল রঙের পোশাক পরবেন না। 

বৃশ্চিক - পয়লা জানুয়ারি পরুন মেরুন বা লাল রঙের পোশাক। গোটা দিন ও বছর ভাল যাবে। সবুজ পোশাক প্রথম দিন এড়িয়ে চলুন। 

ধনু - হলুদ বা কমলা রঙের পোশাক দিয়ে বছরটা সুরু করতে পারেন। তবে মনে রাখবেন, উজ্জ্বল লাল রঙের পোশাক পরা যাবে না। 

Advertisement

মকর - বছরের প্রথম দিন পরুন নীল রঙের পোশাক। তাতে গোটা বছর ভাল খবর পাবেন। তবে কালো রঙের পোশাক পরবেন না। 

কুম্ভ - বেগুনি বা নীল রঙের পোশাকে সেজে উঠুন বছরের প্রথম দিনে। পাশাপাশি এই রাশির জাতক জাতিকাদেরও কালো রঙের পোশাক পরা উচিত নয়। 

মীন - এই রাশির মানুষেরা পয়লা জানুয়ারি পরুন হলুদ রঙের পোশাক। একইসঙ্গে এড়িয়ে চলুন লাল ও কালো রঙের পোশাক।

 

Read more!
Advertisement
Advertisement