বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই প্রিয়জনের হাত ধরে প্যান্ডেল হপিং। পাঞ্জাবি-শাড়িতে অষ্টমীর অঞ্জলী। পুজো মানেই নতুন করে প্রেমে পড়া। জানেন, কোন কোন রাশির জাতকরা এবারের পুজোয় নতুন করে প্রেমে পড়বে জানেন? সিঙ্গলদের কি ভাগ্য খুলবে? জ্যোতিষ মতে দেখে নিন তালিকা...
আলো ঝলমলে রাস্তা থেকে প্যান্ডেলে দেবী দর্শন, মেট্রো স্টেশন হোক বা পাড়ার পুজো, এই সময়টাই কলকাতা শহরের অলিগলি সাক্ষী থাকে নতুন প্রেমের। কারও চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়ার এই সময়টায় কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন? কোন কোন রাশির লাভ লাইফ থাকবে সর্টেড?
মেষ:পুজোর দিনগুলোয় দারুণ কিছু অপেক্ষা কর রয়েছে এই রাশির জাতকদের জন্য। সম্পর্কে কোনও বিষয়ে আগে থেকে সমস্যা থেকে থাকলে তা এই পুজোতেই মিটে যাবে। দু'জনে ভবিষ্যতের ভাবনাচিন্তাও করে ফেলবেন এই সময়টায়।
মিথুন: পুজোর সময়ে প্রেম মজবুত হবে এই রাশির। এই সময়টায় আবেগে ভাসবে এই রাশির জাতকরা। তবে সাবধান, আর যাই করুন নিজেকে সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলবেন না। না হলে পরে পস্তাতে হবে। ভালোবাসা, এনার্জি এবং টাকা, সবই ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে এই রাশির জাতকদের।
কর্কট: পুজোর মাসে দারুণ কিছু অপেক্ষা করে রয়েছে এই রাশির জাতকদের জন্য। রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারবেন সঙ্গীদের সঙ্গে। যারা সিঙ্গল তাদের জীবনে পুজোর সময়টায় নতুন কারও আগমণ ঘটবে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তারাও ভালো খবর পাবেন।
সিংহ: এবারের পুজোয় আকর্ষণের কেন্দ্রে থাকবে এই রাশির জাতকরাই। প্যান্ডেল হপিং থেকে পুজোর আড্ডা, সবেতেই সঙ্গী থাকবে পাশে। একাধিক প্রেম প্রস্তাব পেতে পারে এই রাশির সিঙ্গল জাতকরা।
বৃশ্চিক: পুজোর কয়েকটা দিন জমাটি প্রেম আসবে এই রাশির জাতকদের। প্রেমের ক্ষেত্রে এই রাশির জাতকরা অনুকূল সময় কাটাবেন। নতুন প্রেম আসবে জীবনে আবার পুরনো প্রেমেও নবজোয়ার আসতে পারে।
মকর: পুজোর ক'দিন খুব ব্যস্ত থাকবে এই রাশির জাতকরা। সামাজিক জীবন পরিপূর্ণ হবে মকর রাশির জাতকদের। নতুন প্রেম আসবে জীবনে। তবে তাকে চিনে নিতে হবে।