Advertisement

Durga Puja 2025: অফিসে প্রোমোশন থেকে প্রেমিকার অ্যাটেনশন, পুজোর আগে মা দুর্গার আশীর্বাদ পাবে এই ৫ রাশি

এবার পুজোয় পোয়াবারো ৫ রাশির। মা দুর্গার আশীর্বাদ দুর্গোৎসবের সময়ে পরিবারের সঙ্গে আনন্দ করে কাটাবেন এরা। কোন কোন রাশি রয়েছে এি তালিকায়?

কোন কোন রাশির উপর দুর্গার আশীর্বাদ? কোন কোন রাশির উপর দুর্গার আশীর্বাদ?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 10:12 AM IST
  • পুজোয় মা দুর্গার আশীর্বাদ পাবেন ৫ রাশি
  • অফিসে প্রোমোশন থেকে প্রেমিকার অ্যাটেনশন
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

হাতে আর মাত্র ক'টা দিন। আসন্না বাংলার শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজোর প্ল্যান ইতিমধ্যেই সেরে ফেলেছেন সকলে। নতুন জামা কেনার পর্বও চলছে জোরকদমে। পুজোর ক'টা দিন সকলেই আনন্দে কাটাতে চান। জ্যোতিষ মতে জেনে নিন, এবার পুজোয় কোন কোন রাশির পোয়াবারো...

কোন কোন রাশির পুজো কাটবে উল্লাসে?
বৃষ: এই রাশির জাতকরা পুজো কাটাবেন হইহই করে। পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। দাম্পত্যেও সমস্যা কেটে যাবে। শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কপালে রয়েছে সাফল্য। দুর্গাপুজোর সময়টা এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। 

মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য সুখের সময় নিয়ে আসছে দুর্গাপুজো। মহালয়ার পর থেকেই আটকে থাকে কাজ সম্পন্ন হওয়া শুরু হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রেও পদোন্নতি ঘটবে। পুজোর ৫ দিন কাজের চাপ থাকবে না। কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে।

সিংহ: পুজোর আগে থেকেই কর্মক্ষেত্রে শুভ যোগ আসবে সিংহ রাশির জাতকদের। আচমকাই হবে অর্থপ্রাপ্তি। আয়ের নতুন নতুন দিশা উন্মোচিত হবে। সমাজে নাম বাড়বে। সন্তানের কাজে গর্বিত হওয়ার সুযোগ মিলবে সিংহ রাশির জাতকদের। পুজোর ৫ দিন এরা পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে পারবেন। 

কন্যা: কন্যা রাশির জাতকদের সাহস বাড়বে পুজোর সময়ে। এর ফলে অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে ফেলতে পারবেন তারা। প্রেমে পরিণতি আসবে। মনের মানুষের সঙ্গে পুজো দারুণ কাটবে। আর্থিক অবস্থারও উন্নতি হবে। 

ধনু: ধনু রাশির জাতকরা মা দুর্গার আশীর্বাদ পাবেন। কাজে পদোন্নতি হবে। সহকর্মীদের থেকে সাহায্য মিলবে। একাধিক দিক থেকে সুখবর কড়া নাড়বে। সন্তানের কাজে গর্বিত হওয়ার সুযোগ মিলবে। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। পুজোর ক'টা দিন পরিবারের সঙ্গে হইচই করে সময় কাটবে। 

 

Read more!
Advertisement
Advertisement