Advertisement

Saturn Trigrahi Yog: শনির প্রভাবে বিরল ত্রিগ্রহী যোগে ভাগ্য় ঘুরবে এই ৩ রাশির

মার্চ মাসে বিরল গ্রহসংযোগ হতে চলেছে মীন রাশিতে। বৃহস্পতির রাশিতে শনি, শুক্র ও সূর্যের মিলনে তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ। এই বিরল গ্রহযোগ তিনটি রাশির জাতকদের জন্য শুভ হবে, জীবন বদলে যেতে পারে সম্পূর্ণভাবে।

৩০ বছর পর শনির কারণে শশ মহাপুরুষ রাজযোগ, ২০২৫ সালেও এই ৩ রাশির কপালে সুখ৩০ বছর পর শনির কারণে শশ মহাপুরুষ রাজযোগ, ২০২৫ সালেও এই ৩ রাশির কপালে সুখ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2025,
  • अपडेटेड 4:58 PM IST

মার্চ মাসে বিরল গ্রহসংযোগ হতে চলেছে মীন রাশিতে। বৃহস্পতির রাশিতে শনি, শুক্র ও সূর্যের মিলনে তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ। এই বিরল গ্রহযোগ তিনটি রাশির জাতকদের জন্য শুভ হবে, জীবন বদলে যেতে পারে সম্পূর্ণভাবে।

বৃষ রাশি:

বৃষ রাশির জাতকদের জন্য সময় অত্যন্ত শুভ। কুষ্ঠির আয়ের ঘরে এই সংযোগ তৈরি হবে, ফলে ব্যবসায় বড়সড় ডিল হতে পারে। ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে। বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন আনন্দময় হবে।

কুম্ভ রাশি:

কুম্ভ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক স্থিতি আরও মজবুত হবে। চাকরিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলার সময় সতর্ক থাকতে হবে, তবে সহজেই অন্যদের ইমপ্রেস করতে পারবেন। আর্থিক অস্থিরতা কেটে যাবে, উন্নতি হবে প্রতিটি ক্ষেত্রেই।

মিথুন রাশি:

মিথুন রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী রাজযোগ অত্যন্ত শুভ। শুক্র, শনি ও সূর্যের সংযোগ জীবনে উন্নতি বয়ে আনবে। অর্থনৈতিক দিক থেকে ভালো সময় আসছে, শেয়ার বাজার ও স্টক মার্কেটে মুনাফা হতে পারে। কাজের ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

এই বিরল গ্রহসংযোগ তিনটি রাশির জাতকদের জন্য বিশেষ শুভ হলেও অন্যদের জন্যও কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এবার অপেক্ষা মার্চ মাসের জন্য!

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement