February Trigrahi Yog 2025: বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস পরতে আর বেশি দিন বাকি নেই। এ সময় কিছু গ্রহ তার স্থান পরিবর্তন করবে। যার বিশেষ প্রভাবে জীবনে সাফল্য আসবে কিছু রাশির জাতক-জাতিকাদের। তাছাড়া জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। যারা তার প্রতিমাসেই তার ঘর বদল করে থাকে। যার ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তিদের উপর। এই সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে।
ফেব্রুয়ারি মাসটি জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে, সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করার পরে, এক বছর পর শনি এবং সূর্যের মিলন ঘটবে। এর পাশাপাশি কুম্ভ রাশিতে সূর্য, বুধ ও শনির মিলনের কারণে ত্রিগ্রহ যোগ তৈরি হবে। এই বিরল সংমিশ্রণটি অনেক রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে, যার কারণে কিছু লোক পদোন্নতি, আর্থিক লাভ এবং সম্পত্তি সম্পর্কিত উপহার পেতে পারে। জানুন ত্রিগ্রহী যোগে কোন ৫টি রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারিতে তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে পাবেন।
ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বৃহস্পতি মার্গী হবে। এবং সে বৃষ রাশিতে প্রবেশ করবে। তারপর ১১ ফেব্রুয়ারি বুধ শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। পরের দিন ১২ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে সূর্য, বুধ, শনির কারণেই তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এরপর মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে। মাসের শেষে বুধ আবারও বৃষ রাশিতে প্রবেশ করবে। যে কারণে ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ একটি মাস হতে চলেছে।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় তারা যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবনে উন্নতির মুখ দেখবেন। উচ্চ শিক্ষার জন্য বাইরে কোথাও যেতে পারে। চাকরিজীবী ব্যক্তিদের সাফল্যের সময় শুরু। এসময় যারা ব্যবসা করছেন তাদের জীবনেও সাফল্য আসবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আপনার। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে আপনার। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। চাকরির পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এসময় যারা নতুন ব্যবসা করছেন, তাদের ওপর বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাছাড়া ফেব্রুয়ারি মাস আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। যে আইনি মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে চলছেন, সেই কাজের সফলতা আসবে। এ সময় কেরিয়ারেও উন্নতির মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা।
কর্কট রাশি
ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হওয়ার পাশাপাশি শরীরও ভালো থাকবে। এসময় শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। বিলাসবহুল ভাবে জীবনযাত্রা করতে পারবেন আপনি। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এসময় পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে। তবে যে কাজ করবেন সেই কাজই মাথা ঠান্ডা রেখে করবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। এসময় গ্রহের স্থানান্তরই আপনার ভাগ্য ফেরাবে। তাছাড়া বড় ভাইবোনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। তাছাড়া নতুন ব্যবসা করার সম্ভাবনা রয়েছে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসবে। তীর্থযাত্রার জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। এসময় সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। সোনা ব্যবসায় লাভের মুখ দেখবেন।