শ্রাবণ মাসে শুক্র তৈরি করবে গজলক্ষ্মী যোগ। মহাদেবের পাশাপাশি মা লক্ষ্মীও কৃপা করবেন কয়েকটি রাশিকে। তালিকায় কোন কোন রাশি?
শ্রাবণ মাস শুরু হচ্ছে ১১ জুলাই থেকে। যা সমাপ্ত হবে ৯ অগাস্ট। শ্রাবণের এই শুভ দিনে ভোলেবাবা এবং পার্বতীর উপাসনা করা হয়। গ্রহের নজরেও শ্রাবণকে শুভ মনে করা হয় কারণ জুলাইয়ের মাঝামাঝি সময়ে (২৬ জুলাই) শুক্র মিথুন রাশিতে গোচর করবে।
মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আগে থেকেই বিরাজমান। সে কারণে ২৬ জুলাই দিনটিতে মিথুন রাশিতে গুরু এভং শুক্রের সংযুক্তি ঘটবে। যাতে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ।
জ্যোতিষ শাস্ত্রে গজলক্ষ্মী রাজযোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। শ্রাবণ মাসে তৈরি হতে চলা এই গজলক্ষ্মী রাজযোগ কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ?
মেষ: মেষ রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা প্রাপ্ত হবে। কাজের সমস্ত টেনশন দূর হবে।
বৃষ: শুক্রের গজলক্ষ্মী রাজযোগ তৈরির ফলে বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বাড়বে। ব্যবসায় উন্নতি হবে। আচমকা অর্থলাভের সুযোগ আসবে। সামাজিক প্রতিষ্ঠা এবং সম্মানও বৃদ্ধি পাবে।
মিথুন: মিথুন রাশির জাতকদের দাম্পত্য জীবন সুখ এবং খুশিতে ভরে উঠবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
সিংহ: আয় বাড়বে সিংহ রাশির জাতকদের। নতুন দায়িত্ব প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন। পদোন্নতি এবং বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।
তুলা: সরকারি চাকরির প্রশিক্ষণ নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য সুখবর আসবে। ঘর-সংসারে সুখ-সমৃদ্ধি আসবে। অনাবশ্যক অশান্তি থেকে মুক্তি মিলবে।