Gajakeshari Rajyog 2025 Rashifal: বর্তমানে বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি গ্রহ। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ সকাল ২ টা ১৫ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে চন্দ্র। আগে থেকেই সেখানেই উপস্থিত রয়েছে গুরু গ্রহ। এই সময় চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। এতে এই রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে।
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্র নিজের সময় মত ঘর বদল করে ১২ রাশির ব্যক্তিদের উপর শুভ ও খারাপ নানান প্রভাব ফেলে। এই সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। কর্মজীবনের সফলতা অর্জন করতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তাছাড়া দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে সফলতা আসবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এসময়ে সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। দাম্পত্য জীবনেও থাকবে অঢেল সুখ।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। তাছাড়া চাকরিতে পদোন্নতি হবে। সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। অমীমাংসিত কাজ হয়ে যাবে। ব্যবসাতেও লাভ হবে। নতুন সব কাজে এগিয়ে যেতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপও কমবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। ব্যবসার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন আপনি। তবে এসময় আপনি আইনি সংক্রান্ত অশান্তির মধ্যে দিয়ে যে চলছিলেন, সেই অশান্তিগুলি থেকে বের হতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার জন্য সুখ লেগে থাকবে। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন আপনি। তবে এসময় মাথা ঠান্ডা রেখে চলবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। এই সময় পরিবারের সকলের সঙ্গেই আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। রাজনীতে এই রাশির জাতক জাতিকাদের মান, সম্মান বাড়তে থাকবে।