Advertisement

Gajkesari Rajyog 2026: ৩ রাশির ভাগ্য চমকাবে, তৈরি হচ্ছে বছরের প্রথম গজকেশরী রাজযোগ, অর্থকষ্ট শেষ

বৈদিক জ্যোতিষ মতে বৃহস্পতি হল দেবগুরু। এই গ্রহ সুখ, সমৃদ্ধি এবং ধনকে আকৃষ্ট করে। আর এই বৃহস্পতি প্রত্যেক রাশিতে প্রায় এক বছর করে থাকে। আর পুরো রাশি চক্র ঘুরতে ১২ বছর লাগিয়ে দেয়। আর সেই বৃহস্পতিই তৈরি করছে গজকেশরী রাজযোগ।

গজকেশরী রাজযোগগজকেশরী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 8:34 AM IST
  • বৈদিক জ্যোতিষ মতে বৃহস্পতি হল দেবগুরু
  • এই গ্রহ সুখ, সমৃদ্ধি এবং ধনকে আকৃষ্ট করে
  • সেই বৃহস্পতিই তৈরি করছে গজকেশরী রাজযোগ

বৈদিক জ্যোতিষ মতে বৃহস্পতি হল দেবগুরু। এই গ্রহ সুখ, সমৃদ্ধি এবং ধনকে আকৃষ্ট করে। আর এই বৃহস্পতি প্রত্যেক রাশিতে প্রায় এক বছর করে থাকে। আর পুরো রাশি চক্র ঘুরতে ১২ বছর লাগিয়ে দেয়।

প্রসঙ্গত, ২০২৬ সালে বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে। যার ফলে কিছু কিছু গ্রহের সঙ্গে যুতি তৈরি হবে দেবগুরুর। আর ঠিক তেমনভাবেই এ বছর বৃহস্পতি এবং চাঁদ মিলে গজকেশরী রাজযোগ তৈরি করবে। যার ফলে কিছু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তাঁদের হাতে আসবে টাকা। গোটা বছরই তাঁদের টাকার অভাব হবে না।

বিশেষজ্ঞদের মতে, এই যোগ ব্যক্তি জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। পাশাপাশি জীবনে হবে লাভ। জ্যোতিষ মতে, চাঁদ ২ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা বেজে ২৫ মিনিটে বৃষ রাশিতে নিজের যাত্রা শুরু করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই স্থিতি বজায় থাকবে ৪ জানুয়ারি ২০২৬-এর সকাল ৯টা বেজে ৪২ মিনিট পর্যন্ত। এর ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। আর সেই কারণে কিছু রাশির জীবনে ভাল পরিবর্তন আসবে।

মিথুন রাশি

এই সময়টা ভাল কাটবে মিথুন রাশির। এই যোগের প্রভাবে ব্যক্তিগত জীবনে এগিয়ে যাবেন। স্বাস্থ্য ঠিক থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। এই সময় আপনারা নতুন সুযোগ পাবেন। জ্ঞানের বিকাশ হবে। কর্মরত জাতকরা এই সময় উন্নতি করতে পারবেন। মানসিক ভারসাম্য বজায় থাকবে। আপনি কঠিন কোনও সিদ্ধান্ত খুব সহজেই নিয়ে ফেলতে পারবেন।

তুলা রাশি

তুলা রাশির ক্ষেত্রেও সময়টা ভাল চলবে। উচ্চ শিক্ষার জন্য সময়টা দারুণ। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। হঠাৎ করে পাবেন লাভ। বিদেশ যাত্রাও হতে পারে এই সময়। এছাড়া যাঁরা চাকরি করছেন, তাঁদের এই সময় পদোন্নতি হতে পারে। সম্পত্তি পাবেন। ধার্মিক এবং আধ্যাত্মিক লাভ পাবেন।

কুম্ভ রাশি

গজকেশরী রাজযোগ দারুণ সময় বয়ে আনবে কুম্ভ রাশির জন্য। এই সময় আপনাদের হাতে টাকার অভাব হবে না। পাশাপাশি বুদ্ধির উপর ভর করে জীবনে এগিয়ে যাবেন। শেয়ারবাজারে এই সময়টা ভাল কাটবে। শুধু তাই নয়, সম্পত্তি লাভের একটা সম্ভাবনাও রয়েছে। এছাড়া এই সময় ছোটদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আর আপনি সফলতার পথে এগিয়ে যাবেন।

Advertisement

বেশি লাভ পেতে চাইলে...

গজকেশরী রাজযোগের ফল বেশি করে পেতে চাইলে বৃহস্পতিবার হলুদ বা চাল দান করুন। পাশাপাশি বৃহস্পতির মন্ত্র করুন যপ। তাতেই কাজ হবে। খুব ভাল ফল পাবেন।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

Read more!
Advertisement
Advertisement