Advertisement

Gajkeshari Lucky Zodiacs: ২২ জুলাই থেকে চন্দ্র-বৃহস্পতির শুভ যোগে ৪ রাশি, হবে লক্ষ্মীলাভ

জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ যোগ গজকেশরী। যা দেবগুরু এবং চন্দ্রের যোগে গঠিত হয়। বৃহস্পতির জ্ঞানের কারক এবং চন্দ্র মনের কারক। চলতি মাসের ২২ জুলাই তৈরি হচ্ছে গজকেশরী যোগ। মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চন্দ্র। দেবগুরু ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত। মিথুন রাশিতে তৈরি হবে গজকেশরী রাজযোগ।

গজকেশরী রাজযোগ রাশিফলগজকেশরী রাজযোগ রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 10:20 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ যোগ গজকেশরী
  • দেবগুরু এবং চন্দ্রের যোগে গঠিত হয়।

জ্যোতিষশাস্ত্রে গ্রহগুলির পাশাপাশি রাজযোগেরও বিশেষ গুরুত্ব রয়েছে। রাজযোগের প্রভাবে শুভ এবং অশুভ ফল লাভ করেন কোনও রাশির জাতক-জাতিকারা। এই রাজযোগগুলি ব্যক্তিগত জীবনে সরাসরি প্রভাব ফেলে। এর মধ্যে একটি হল গজকেশরী রাজযোগ। যা জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ। যা দেবগুরু এবং চন্দ্রের যোগে গঠিত হয়। বৃহস্পতির জ্ঞানের কারক এবং চন্দ্র মনের কারক। চলতি মাসের ২২ জুলাই তৈরি হচ্ছে গজকেশরী যোগ। মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চন্দ্র। দেবগুরু ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত। মিথুন রাশিতে তৈরি হবে গজকেশরী রাজযোগ।

বৃষ রাশি- মিথুন রাশিতে বৃহস্পতি ও চন্দ্রের যোগে গঠিত গজকেশরী রাজযোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস বৃদ্ধি বাড়বে। ব্যবসায় লাভ হবে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আটকে থাকা সব কাজ সম্পন্ন হতে শুরু করবে। আর্থিক লাভের যোগ। বেকাররা চাকরির সুযোগ পেতে পারেন। বিনিয়োগের জন্য আদর্শ সময়। বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। এই সময়টি একটি নতুন কাজ শুরু করার জন্য উপযুক্ত।

মিথুন রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য গজকেশরী রাজযোগ শুভ হতে চলেছে। অতীতে করা বিনিয়োগ থেকে আপনি বড় লাভ পাবেন। আয়ের কিছু অংশ সফলভাবে সঞ্চয় করতে সক্ষম হবেন। সম্পদ ও সম্পত্তির দিক থেকে অনুকূল হতে চলেছে। প্রতিটি কাজে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হবে।

সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে। বড় উদ্বেগ দূর হবে। স্বাস্থ্যও ঠিক থাকবে। এই সময়ে বিনিয়োগ শুভ হবে। কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। এই যোগের প্রভাবে জমি, গাড়ি ইত্যাদি ক্রয়-বিক্রয়ের সম্ভাবনা। এই সময়ে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভ্রমণ সফল হবে।

কন্যা রাশি- গজকেশরী রাজযোগ কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা পরিবর্তন আসবে। আপনি যে কাজই করতে চান না কেন, তাতে আপনি আরও সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার লাভ হবে। কাজে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। দেবগুরুর প্রভাবে চাকরি-ব্যবসায় আপনার ইচ্ছাপূরণ হবে। স্ত্রীর কাছ থেকেও আপনি সুসংবাদ পাবেন। পরিবারে থাকবে সুখ-শান্তি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement