Gajlakshmi Rajyog Rashifal: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। শুক্র হল প্রেম, রোমান্স, দাম্পত্য জীবনের কারক। বর্তমানে শুক্র বৃষ রাশিতে বিরাজ করছে।
২০২৫ সালের মে মাসে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুনে প্রবেশ করবে। মিথুন রাশিতে বৃহস্পতির আগমনের কারণে একাধিক রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে। সেখানে বৃহস্পতি মিলিত হবে শুক্রের সঙ্গে। ২০২৫ সালে শুক্র এবং বৃহস্পতির যোগের কারণে গজলক্ষ্মী নামে রাজযোগ তৈরি হচ্ছে। প্রায় ১২ বছর পর মিথুন রাশিতে এই যোগ তৈরি হচ্ছে। এর ফলে ৩ রাশির জাতক-জাতিকারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। গজলক্ষ্মী রাজযোগ তাঁদের ভাগ্য উজ্জ্বল হবে।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতক জাতিকাদের ওপরে এই রাজযোগের বিশেষ প্রভাব পড়বে। এ সময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। শরীর আপনার ভালোই থাকবে। ব্যবসায়ে খুব লাভ করতে পারবেন। যদি আপনি বেসরকারি চাকরি করেন, সেখানে আপনার পদোন্নতি হবে। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতক-জাতিকাদের উপর গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের খুব শুভ সময়। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বাবা মায়ের সঙ্গে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসার কাজে বাবা-মায়ের বিশেষ সহযোগিতা পাবেন। এ সময় আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে। তারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এমনকি প্রেমের সম্পর্ক যারা যুক্ত তাদের ভালো সময় শুরু হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানে সুখবর পাবেন। সন্তানকে নিয়ে কোনও দুশ্চিন্তা করতে হবে না। কোনও কাজেই আপনি ব্যর্থ হবেন না। তাছাড়া আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান, করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন আপনি। নতুন জমি ও সম্পত্তি কিনতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি।