Gajalaxmi Rajyog 2025: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই তার স্থান পরিবর্তন করার সময় সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময় তারা অনেক যোগের সৃষ্টি করে। বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়। বৃহস্পতি হল গুরু গ্রহ।
মে মাসে ১৪ তারিখ বৃহস্পতি ১১ টা ২০ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে। তারপর শুক্র ২৬ জুলাই সকাল ৯ টা ০২ মিনিটে মিথুনে প্রবেশ করবে। এই গ্রহ ২৬ জুলাই বৃহস্পতি ও শুক্রের মিলন হবে। আর যে কারণেই তৈরি হবে 'গজলক্ষ্মী রাজযোগ’। এই রাজযোগের প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হতে চলেছে। এসময় জমি সংক্রান্ত যে সমস্যা ছিল, তা থেকে বের হতে পারবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। পরিবারের নতুন সদস্যের আগমনে আপনার মনে খুশি লেগে থাকবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানেও আসবে সফলতা। তবে এসময় মাথা ঠান্ডা রেখে চলবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে একদম জড়াবেন না।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের উপর গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়ায় মানসিক চাপ কমবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় যে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, তা থেকে বের হতে পারবেন। আত্মবিশ্বাস বাড়বে। এসময় নতুন জমি, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন। এই সময়ের ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। এসময় মাথা ঠান্ডা রেখেই প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এই সময়ে কর্মক্ষেত্রে নতুন লাভের সুযোগ পাবেন। তাছাড়া অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবে। বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মিডিয়া, সিনেমা, লেখালেখির সঙ্গে যে রাশির ব্যক্তিরা যুক্ত তাদের জীবনে সাফল্যতা আসবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, সেই ব্যবসাতেও আসবে সফলতা। সোনা ব্যবসায় অনেক লাভ করতে পারবেন আপনি।