Advertisement

Ganesh Chaturthi 2025: ৫০০ বছর পর গণেশ চতুর্থীতে দুর্লভ যোগ, ৩ রাশির জীবনে 'আচ্ছে দিন'

প্রায় ৫০০ বছর পর গণেশ চতুর্থীতে তৈরি হতে চলেছে বিরল যোগ। এর জেরে একাধিক রাশির ভাগ্য চমকাবে। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

গণেশ চতুর্থীর রাশিফলগণেশ চতুর্থীর রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 10:00 AM IST
  • ৫০০ বছর পর গণেশ পুজোয় দুর্লভ যোগ
  • ভাগ্য ফিরবে একাধিক রাশির
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?


৫০০ বছর পর গণেশ চতুর্থীতে তৈরি হতে চলেছে দুর্লভ যোগ। ৩ রাশির জীবনে আসতে চলেছে 'আচ্ছে দিন'।

হিন্দু ধর্মে গণেশ চতুর্থী উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবছর ২৭ অগাস্ট পালিত হবে গণেশ উৎসব। ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং সেদিনই হবে গণপতি বাপ্পার বিসর্জন। গণেশ চতুর্থীর দিন শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে ঘরে ঘরে পুজো করা হবে। গণেশের আশীর্বাদ পেতে ধুমধাম করে পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন অধিকাংশই। 

জ্যোতিষশাস্ত্রেও এবারের গণেশ উৎসবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ ৫০০ বছর পর গণেশ চতুর্থীতে দুর্লভ যোগ তৈরি হতে চলেছে। 

গণেশ চতুর্থীর দিন এবার সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, প্রীতি যোগ, ইন্দ্র যোগ এবং ব্রহ্ম যোগ তৈরি হবে। আর তার ফলেই কয়েকটি রাশির ভাগ্য চমকাবে। 

কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
তুলা: এই রাশির জাতকদের জন্য রয়েছে আর্থিক দিক থেকে উন্নতির ইঙ্গিত। আয়ের নয়া দিশা খুলে যাবে। আর্থিক অবস্থা মজবুত হবে। 

মকর: মকর রাশির জাতকদের জন্য গণেশ চতুর্থীতে নতুন চাকরির খবর আসতে পারে। পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে এঁদের। আয়ের উৎস থেকে নিরন্তর লাভ হবে। যাতে এই রাশির জাতকদের আর্থিক দুরবস্থা ঘুচবে। সঞ্চয় করতেও সক্ষম হবেন এরা। 

কুম্ভ: গণেশ চতুর্থীতে কুম্ভ রাশির জাতকদের বিদেশ গিয়ে রোজগারের সুযোগ আসবে। আর্থিক দিক থেকে ভবিষ্যৎ নিশ্চিত হবে। আয় বৃদ্ধিও হবে এঁদের। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সময়টা অত্যন্ত শুভ কুম্ভ রাশির জাতকদের জন্য। ব্যবসাতেও ভাল লাভ হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। 

 

Read more!
Advertisement
Advertisement