গণেশের প্রিয় ৪ রাশি। গণেশ চতুর্থীর আগে এই ৪ রাশির জীবনে সুখের সময় শুরু হয়। গোল্ডেন টাইম শুরু হতে চলেছে তাদের। তালিকায় কারা?
হিন্দু ধর্মে ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব উদযাপিত হয়। বিশ্বাস রয়েছে, এই দিনেই পার্বতীনন্দন গণেশের জন্ম হয়েছিল। এবছর গণেশ পুজো করা হবে ২৭ অগাস্ট, বুধবার। গণেশ বিসর্জন করা হবে ৭ সেপ্টেম্বর।
সমস্ত ভক্তের উপরই কৃপা থাকে গণেশের। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন কয়েকটি রাশি রয়েছে যা গণপতি বাপ্পার অতিপ্রিয়। সেই রাশির জাতকদের উপর তাঁর আশীর্বাদ সর্বদাই থাকে।
গণেশ উৎসব শুরু হতেই সেই প্রিয় রাশির জাতকদের জীবনে শুরু হয় গোল্ডেন টাইম। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
মেষ রাশি: মেষ রাশির জাতকরা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। যে কোনও নতুন কাজের শুরুতেই সাফল্য আসবে এই রাশির জাতকদের। বিনিয়োগের বড় মুনাফা পেতে পারেন এঁরা। জীবনের সমস্ত বাধা দূর হবে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের কেরিয়ারে নয়া দিগন্ত উন্মোচিত হবে। কার্যক্ষেত্রে সাফল্য আসবে। পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। আর্থিক অবস্থাও উন্নত হবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে সম্পর্কের সমীকরণ আরও মধুর হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে এঁদের। স্বাস্থ্যও ভাল থাকবে। উন্নতি এবং সাফল্যের রাস্তায় হাঁটবেন এই রাশির জাতকরা।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের ভাগ্য সহায়হবে। লক্ষ্যপূরণ হবে তাঁদের। মান-সম্মান বৃদ্ধি পাবে। কেরিয়ারে সাফল্য আসবে।